এক্সপ্লোর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ‘সেরা কনস্টেবল’
এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের না করার দাম হিসেবে ১৭,০০০ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি, দুর্নীতি বিরোধী শাখা এসে পড়ে গ্রেফতার করেছে তাঁকে।
হায়দরাবাদ: সেরা কনস্টেবল পুরস্কার পাওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি। ঘুষ নিতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়লেন তেলঙ্গানার এক পুলিশ কর্মী। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্তের নাম পাল্লে তিরুপতি রেড্ডি। মেহবুবনগরের আই টাউন পুলিশ স্টেশনে তিনি কর্মরত। স্বাধীনতা দিবসে শুল্ক মন্ত্রী ভি শ্রীনিবাস রেড্ডি তাঁকে সেরা কনস্টেবলের পুরস্কার দেন, উপস্থিত ছিলেন ডিএসপি রেমা রাজেশ্বরীও। এর পর ১ দিনও কাটেনি, ফের খবরের শিরোনামে তিরুপতি রেড্ডি। এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের না করার দাম হিসেবে ১৭,০০০ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি, দুর্নীতি বিরোধী শাখা এসে পড়ে গ্রেফতার করেছে তাঁকে।
ধৃত কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগকারী রমেশ দাবি করেছেন, তাঁর কাছে বালি চালানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র থা্কা সত্ত্বেও ওই পুলিশকর্মী বারবার ঘুষ চাইছিলেন। রেড্ডিকে আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
গত মাসে দুর্নীতিদমন শাখা শুল্ক দফতরের এক অফিসারের বাড়ি থেকে নগদ সাড়ে তিরানব্বইলক্ষ টাকা উদ্ধার করে, উদ্ধার হয় ৪০০ গ্রাম সোনা। ওই অফিসার আবার যে সে নন, ২ বছর আগে তিনি ভূষিত হন রাজ্যের সেরা তহসিলদার পুরস্কারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement