Kajal Sinha Death: করোনায় মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার
কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু কাজল সিনহার। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল তাঁর।
কলকাতা: করোনা আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু। করোনায় মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু কাজল সিনহার। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল তাঁর।
এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।
রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে।
গত ২১ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ এপ্রিল অবস্থার আরও অবনতি হয়। আজ সকাল সাড়ে নটা পঁয়তাল্লিশ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
কাজল সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লিখেছেন, আমাদের খড়দার প্রার্থী কাজল সিনহার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে মর্মাহত। মানুষের সেবায় তিনি আত্মনিবেদন করেছিলেন। সবেমাত্র অক্লান্ত প্রচার অভিযান শেষ করেছিলেন। তাঁর অভাব অনুভব করব। তাঁর পরিবারবর্গকে আমার সমবেদনা।
খড়দায় তৃণমূল প্রার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। ফেসবুকে বাম প্রার্থী লিখেছেন, খড়দার তৃণমূল কংগ্রেস নেতা ও বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের প্রার্থী কাজল সিন্হা প্রয়াত। ওনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মীদের কাছে এই ক্ষতি অপূরণীয়। ওনার অকাল মৃত্যু আমাদের মতো সহনাগরিকদের কাছেও ভীষণ যন্ত্রণার। কাজলদার অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। পরিবার পরিজনদের প্রতি রইল গভীর সমবেদনা। ফেসবুকে শ্রদ্ধাজ্ঞাপন খড়দার বাম প্রার্থীর।
উল্লেখ্য, এর আগে সামশেররঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। । বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় প্রদীপ নন্দীর। বাহাত্তর বছর বয়স হয়েছিল তাঁর। মৃত্যুর আগে কয়েকদিন অসুস্থ ছিলেন। গত পাঁচ এপ্রিল কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় রেজাউল হককে প্রথমে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছেন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি সহ আরও কয়েকজন প্রার্থী। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারও করোনা আক্রান্ত হন।
রাজ্যে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। এরইমধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন চলছে। এখনও দুটি দফার ভোট বাকি।