Jayanta Naskar Passes Away: প্রয়াত গোসাবার তিনবারের তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বেলভিউ নার্সিংহোমে।
কলকাতা: করোনার কারণে আরও এক তৃণমূল বিধায়কের মৃত্যু। প্রয়াত গোসাবার ৩ বারের তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বেলভিউ নার্সিংহোমে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, গতকালই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। সরিয়ে নিয়ে যাওয়া হয় নন কোভিড ওয়ার্ডে। পরে কোভিড পরবর্তী জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত সাড়ে ৮টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জয়ন্ত নস্করের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালেন চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাত ৮.২০ মিনিট নাগাদ তিনি মারা যান। জয়ন্তবাবুর বয়স হয়েছিল ৭৩ বছর।
মাসখানেক আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন জয়ন্ত নস্কর। প্রথমে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ দিন পর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এক মাসেরও বেশি সময় ধরে তাঁর চিকিৎসা চলছিল সেখানে। হাসপাতাল সূত্রে খবর, কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছিল তাঁর। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। কোভিড পরবর্তী চিকিৎসা চলছিল জয়ন্ত নস্করের।
হাসপাতাল সূত্রে খবর, ডায়াবিটিস ও উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল তাঁর। কোভিডের কারণে ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর। প্রথমে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় জেনারেল বেডে নিয়ে আসা হয়েছিল। তবে শনিবার আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর।
বিধায়কের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘জয়ন্ত নস্করের পরিবার ও তাঁর সমর্থকদের প্রতি সমবেদনা রইল। এই বিরাট ক্ষতিতে খুবই আহত হয়েছি। তিনবারের বিধায়ক হিসেবে উনি গোটা জীবন সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। বহু লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন। ওঁকে আমরা মনে রাখব।’
সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের তিনবারে বিধায়ক জয়ন্ত নস্কর। পরিবারে রয়েছেন স্ত্রী ও পাঁচ সন্তান।