এক্সপ্লোর
লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির তৈরির কাজ শুরু না হলে বিজেপি-র জেতা কঠিন, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে যদি অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু না হয়, তাহলে বিজেপি-র ফল খারাপ হবে বলে দাবি করলেন দলীয় নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, সরকারই জমির মালিক। সেই কারণে ক্ষতিপূরণের অর্থ দিয়ে অন্তত রাম মন্দির তৈরির কাজ শুরু করে দেওয়া উচিত। এরপর আদালত স্থির করবে জমির মালিকানা কে পাবে।
গতকাল বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, কংগ্রেসের বাধাতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি করা যাচ্ছে না। তবে স্বামী বলেছেন, ‘কে জমির মালিকানা পাবে, সে বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। সংবিধান অনুযায়ী সরকারই জমির প্রধান মালিক। সরকারকে যদি কোনও জমি অধিগ্রহণ করতে হয়, তাহলে মালিককে ক্ষতিপূরণ দিতে হয়। সেটাই সরকারের করা উচিত। ক্ষতিপূরণ দিয়ে সুপ্রিম কোর্টকে বলা উচিত, রায় দেওয়ার জন্য ১০-২০ বছর নেওয়া যেতে পারে। আমাদের কোনও আপত্তি নেই। তবে ওই জমি সরকারের। যখন আদালত রায় দেবে, তখন জমির মালিককে ক্ষতিপূরণ দেবে সরকার।’
স্বামী আরও বলেছেন, ‘যদি রাম মন্দির তৈরি হয়, তাহলে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে বিরোধী জোট উধাও হয়ে যাবে। বিজেপি ৭৫টি আসন পাবে। কিন্তু যদি রাম মন্দির তৈরি না হয়, তাহলে বিজেপি-র বিপুল ক্ষতি হবে। আমার মনে হয়, রাম মন্দির তৈরি না করে বা অন্তত কাজ শুরু না করে যদি দল নির্বাচনে যায়, তাহলে সেটা আত্মহত্যার সমতুল্য হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement