এক্সপ্লোর
স্নাতকদের স্মার্টফোন, ৫,০০০ পরিবারকে গরু, ঘোষণা ত্রিপুরার বাজেটে
আগরতলা: ত্রিপুরায় এবার স্নাতকদের স্মার্টফোন দেওয়া হবে। এছাড়া রাজ্যে দুধের জোগান বাড়ানোর লক্ষ্যে ৫,০০০ পরিবারের মহিলা সদস্যদের দু’টি করে গরু দেওয়া হবে। সোমবার ২০১৯-২০ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি আরও জানিয়েছেন, সামাজিক পেনশন প্রতি মাসে ৭০০ থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হচ্ছে। আগামী অর্থবর্ষ থেকে রাজ্যের প্রতিটি পরিবারকে ভর্তুকিযুক্ত চিনি দেওয়া হবে।
Congratulate Shri @Jishnu_Devvarma for presenting a pro-people & pro-growth #Tripura State Budget for the financial year 2019-20.#TripuraBudget2019 shall surely boost our efforts towards achieving our vision of #TransformingTripura into a Model State. pic.twitter.com/M84GOJyp1L
— Biplab Kumar Deb (@BjpBiplab) February 25, 2019
ত্রিপুরার বাজেটে আরও বলা হয়েছে, ১,৮৬৭টি ছোট বাঁধ তৈরি করা হবে। এর ফলে মাছ চাষ, পানীয় জল সরবরাহ ও সেচের বিপুল সম্ভাবনা তৈরি হবে। ২,১১০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। ৫২,০৩০ পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ত্রিপুরার অর্থমন্ত্রী ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ১৭,৫৩০.৪৬ কোটি টাকার করমুক্ত ও ঘাটতিশূন্য বাজেট পেশ করেছেন। তিনি জানিয়েছেন, করব্যবস্থা উন্নত করা এবং প্রশাসনিক শৃঙ্খলার জন্য রাজ্য সরকার গত বছরের তুলনায় ১৪.৫ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement