এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গাড়ি ভেবে ট্রাকে পাথর নিক্ষেপ, হত চালক, গ্রেফতার ২
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় একটি ট্রাকে পাথর ছোঁড়ায় চালকের মৃত্যুর অভিযোগে দুই সোমবার দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় একটি ট্রাকে পাথর ছোঁড়ায় চালকের মৃত্যুর অভিযোগে দুই সোমবার দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনন্তনাগের বিজবেহরার উরানহাল এলাকার জ্রাবিপোড়ায় ওই ট্রাক লক্ষ্য করে কিছু পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত ট্রাকের চালক ৪২ বছরের নূর মহম্মদ দারকে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে শ্রীনগর সংলগ্ন সৌরার শের-ই-কাশ্মীর ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে পাঠানো হয়। কিন্তু এখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এই ঘটনার ক্ষেত্রে তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য ধৃত দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই দুজনের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ ছিল না বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়ি ভেবে ভুল করে দুষ্কৃতীরা ওই ট্রাক লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। ওই সময় একটি পাথর উইন্ডস্ক্রিন ভেঙে দেয় এবং মাথায় আঘাত লেগে চালক দার আহত হন। কয়েকদিন আগে শ্রীনগর সংলগ্ন এলাকায় পাথর ছোঁড়ার ঘটনায় একটি মেয়ে গুরুতর জখম হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement