এক্সপ্লোর
Advertisement
বাজেটে বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে, আশা অটোমোবাইল শিল্পের কর্তাদের
নয়াদিল্লি: ভারতে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের আশা, এবারের বাজেটে বৈদ্যুতিন গাড়ি শিল্পে উৎসাহ দেওয়ার জন্য পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, ভবিষ্যতে ভারতে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়বে। তবে এই গাড়ি চার্জ দেওয়ার জন্য এখনও পর্যন্ত উপযুক্ত পরিকাঠামো এদেশে নেই। এর ফলে বৈদ্যুতিন গাড়ি শিল্পের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। সরকার এ বিষয়ে নজর দেবে বলে আশা গাড়ি প্রস্তুতকারকদের।
বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারকদের সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবর্ষে ভারতে ২০০০ বৈদ্যুতিন গাড়ি বিক্রি হলেও, ২০১৭-১৮ অর্থবর্ষে তা ৪০ শতাংশ কমে হয়েছে ১,২০০। এ বিষয়ে লোহিয়া অটো ইন্ডাস্ট্রিজের সিইও আয়ুষ লোহিয়া বলেছেন, ‘বৈদ্যুতিন গাড়ি শিল্পে উৎসাহ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি বাজেটে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। অন্তত ১০ বছরের জন্য উৎসাহ দেবে সরকার। এর ফলে এই শিল্প ফের চাঙ্গা হবে।’
লোহিয়া আরও বলেছেন, ‘আশা করি এবারের বাজেটে দুই ও তিন চাকার গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি যুক্ত করা হবে এবং বৈদ্যুতিন দু’চাকার গাড়ির মতো শুধু নথিভুক্ত গাড়িতেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের আরও আশা, এবারের বাজেটে গাড়ির ক্ষেত্রে করেও ছাড় দেওয়া হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement