Ajit Doval News: অজিত ডোভালের বাসভবনে প্রবেশের চেষ্টা, গ্রেফতার এক ব্যক্তি
Ajit Doval: দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাসভবনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। তিনি দাবি করেন, তাঁর শরীর একটি চিপ লাগানো আছে। তাঁকে জেরা করা হচ্ছে।
নয়াদিল্লি: আজ সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত ডোভালের (Ajit Doval) বাসভবনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ডোভালের বাড়ির বাইরে তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকা আধিকারিকরা ওই ব্যক্তিকে আটকান। এরপরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ধৃত ব্যক্তি দাবি করেন, তাঁর শরীরে একটি চিপ লাগানো আছে। তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু পুলিশকর্মীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন, এই দাবি মিথ্যা। এমআরআই স্ক্যান করে তাঁর শরীরে কোনও চিপ ধরা পড়েনি। ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই মনে হচ্ছে।’
জাতীয় নিরাপত্তা আধিকারিক জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর বাসভবনের নিরাপত্তায় সবসময় মোতায়েন থাকেন সিআইএসএফ জওয়ানরা। সেই নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে ধৃত ব্যক্তি ডোভালের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করেন। তবে ডোভালের বাড়ির বাইরেই তাঁকে আটকে দেওয়া হয়।
সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি এর আগে একাধিক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগগুলির বিষয়েই ডোভালের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন তিনি। ধৃত ব্যক্তি একটি গাড়ি ভাড়া করে সেটি নিয়েই ডোভালের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করেন। তাঁকে জেরা করে ডোভালের বাড়িতে প্রবেশ করার চেষ্টার কারণ জানার চেষ্টা করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা।
এই ঘটনার পরেও আজ নির্দিষ্ট সময়েই বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে গিয়েছেন ডোভাল।
সূত্রের খবর, আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই ঘটনা ঘটে। সেই সময় বাড়িতেই ছিলেন ডোভাল। দিল্লি পুলিশ এই ঘটনাটিকে এক পাগলের আচরণ হিসেবেই দেখছে। তবে গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। দিল্লি পুলিশ এই ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তি ঠিক কী কারণে জাতীয় নিরাপত্তা আধিকারিকের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাঁর সঙ্গে কারও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।