Hathras: মেয়ের শ্লীলতাহানির অভিযোগ করায় খুন বাবা, ফের শিরোনামে হাথরস
Hathras shocker: এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
হাথরস: ফের শিরোনামে হাথরস! এবার উত্তরপ্রদেশের এই জেলায় মেয়ের শ্লীলতাহানির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করায় প্রাণ হারাতে হল এক ব্যক্তিকে। তাঁকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে মেয়ের শ্লীলতাহানির ঘটনায় ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, এই নৃশংস ঘটনা ঘটেছে হাথরস জেলার সাসনি থানা এলাকায়। ২০১৮ সালের জুলাইয়ে গৌরব শর্মা ওরফে গোলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে মেয়ের শ্লীলতাহানির অভিযোগ করেন নিহত ব্যক্তি। গৌরবকে গ্রেফতার করে পুলিশ। তবে সে এক মাস পরে জামিনে ছাড়া পেয়ে যায়। এই গৌরবই এবার মেয়েটির বাবাকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ।
Hathras: A man was shot dead by another man against whom the former had filed a case of molestation in July 2018, in a village in Sasni area yesterday. FIR registered against 4 named accused, 2 of whom have been arrested. pic.twitter.com/VJCZ1RT5T0
— ANI UP (@ANINewsUP) March 2, 2021">
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মেয়ের শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার পর থেকেই নিহত ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে অভিযুক্ত গৌরবের পরিবারের ঝামেলা শুরু হয়। গতকাল গৌরবের স্ত্রী ও এক আত্মীয়া এবং নিহত ব্যক্তির দুই মেয়ে একটি মন্দিরে যান। সেখানে তাঁদের ঝগড়া শুরু হয়। এরপর সেখানে পৌঁছন নিহত ব্যক্তি। গৌরবও ঘটনাস্থলে যায়। ঝগড়া চরমে পৌঁছে যায়। এরপর যখন নিহত ব্যক্তি আরও কয়েকজনের সঙ্গে মাঠে কাজ করতে যাচ্ছিলেন, তখন পরিবারের লোকজন ও বন্ধুদের ডেকে আনে গৌরব। তারা কয়েক রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, মেয়েটির বাবাকে বাঁচানো সম্ভব হয়নি।
কয়েকমাস আগেই হাথরসে এক নাবালিকার উপর নৃশংস অত্যাচারের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল সারা দেশ। তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী প্রশাসন। এবার সেই হাথরসেই ফের নৃশংস অপরাধের ঘটনায় নড়েচড়ে বসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করার নির্দেশও দিয়েছেন যোগী।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, হাথরস জেলা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মোট চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করার জন্য একটি দল গঠন করেছে পুলিশ।