এক্সপ্লোর
Advertisement
গোখরো ও মীরক্যাটদের তীব্র লড়াই, কার জিত-কার হার! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
জঙ্গলে বন্যপ্রাণীদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রচুর। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কোনও ছবি বা ভিডিও সামনে এলে তা সাধারণত ভাইরাল হয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একদল মীরক্যাট (বেজিজাতীয় প্রাণী) –এর সঙ্গে গোখরোর তীব্র লড়াইয়ের ভিডিও সামনে এসেছে।
নয়াদিল্লি: জঙ্গলে বন্যপ্রাণীদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রচুর। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কোনও ছবি বা ভিডিও সামনে এলে তা সাধারণত ভাইরাল হয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একদল মীরক্যাট (বেজিজাতীয় প্রাণী) –এর সঙ্গে গোখরোর তীব্র লড়াইয়ের ভিডিও সামনে এসেছে। মীরক্যাট বেজি জাতীয় ছোট প্রাণী। এ ধরনের প্রাণী দক্ষিণ আফ্রিকায় দেখা যায়। সেই মীরক্যাটদের সঙ্গে গোখরোর লড়াইয়ের ভিডিও শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। ইতিমধ্য়েই ওই ভিডিও কয়েক হাজারবার দেখা হয়েছে।
ভিডিওটি কোনও মরু এলাকায় তোলা বলেই মনে করা হচ্ছে। মীরক্যাটদের দল এগিয়ে আসতেই বিশাল ফনা তোলে গোখরোটি। মীরক্যাটরাও পাল্টা লড়াই চালায়। সরীসৃপ মীরক্যাটদের ছোবল মারার চেষ্টা চালিয়ে যায়। আত্মরক্ষার পাশাপাশি মীরক্যাটরা আক্রমণও চালায়। লড়াই চলতে থাকে। কিন্তু ভিডিও দেখে অনুমান যে, গোখরো শেষপর্যন্ত হার স্বীকার করে ওই জায়গা ছেড়ে চলে যায়।
সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, মীরক্যাট দল বনাম গোখরো। দারুণ সংঘাত।
ওই ভিডিওতে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
মীরক্যাট মুলত পতঙ্গভোজী, তবে সাপ, গিরগিটি বিছে, মাকড়সা, বিভিন্ন প্রানীর ডিম, ছোট পাখি এবং গাছপালাও এদের খাদ্যতালিকায় থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement