এক্সপ্লোর
বিবেক তেওয়ারি হত্যা: ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শুনুন একমাত্র প্রত্যক্ষদর্শীর মুখে
![বিবেক তেওয়ারি হত্যা: ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শুনুন একমাত্র প্রত্যক্ষদর্শীর মুখে Vivek Tiwari murder case: Lone eyewitness narrates what happened that night বিবেক তেওয়ারি হত্যা: ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শুনুন একমাত্র প্রত্যক্ষদর্শীর মুখে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/02092209/sana-khan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: পুলিশ হামলা চালাতেই এসেছিল। কোনও প্ররোচনা ছাড়াই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় তারা। অ্যাপল এরিয়া ম্যানেজার বিবেক তেওয়ারি হত্যাকাণ্ডে এই বয়ান দিলেন ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সানা খান। যেভাবে পুলিশ বিবেকের গাড়ি তাড়া করেছিল, তাতে কোনও দায়িত্ববান মানুষের পক্ষে গাড়ি থামানো সম্ভব ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাত দেড়টা নাগাদ আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্স উদ্বোধনের পর সহকর্মী সানার সঙ্গে ফিরছিলেন বিবেক তেওয়ারি। সানাকে বাড়িতে নামিয়ে তাঁর বাড়ি পৌঁছনোর কথা ছিল। উত্তর প্রদেশ পুলিশের দুই কনস্টেবল প্রশান্ত চৌধুরী ও সন্দীপ কুমার মোবাইকে করে তাঁদের পিছু নেন। সানা অভিযোগ করেছেন, পুলিশ এমনভাবে তাড়া করেছিল যে স্ত্রী, মা, বোন বা বন্ধুর সঙ্গে সফররত কোনও দায়িত্ববান ব্যক্তির পক্ষেই গাড়ি থামানো সম্ভব ছিল না। নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে ওঠা বিবেকও তাই চেষ্টা করেছিলেন তাদের কাটিয়ে বেরিয়ে যাওয়ার। এই সময় পুলিশ তার বাইক তাঁর গাড়ির সামনে পার্ক করে। বিবেক চেষ্টা করেন পাশ কাটিয়ে বেরিয়ে যেতে। তখন একদম সামনে থেকে তাঁকে গুলি করে তারা।
বিবেকের ময়নাতদন্ত রিপোর্টও বলছে, তাঁকে গুলি করা হয়েছে একদম কাছ থেকে, ভেঙে গিয়েছে খুলি। অভিযুক্ত ২ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁদের।
শুনুন সানার বক্তব্য
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
পুজো পরব
আইপিএল
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)