এক্সপ্লোর
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মেটানো নিয়ে জটিলতা, ভারতে ব্যবসা গুটিয়ে নেবে ভোডাফোন আইডিয়া?
ভোডাফোন আইডিয়া লিমিটেডের বকেয়া অর্থের পরিমাণ ৫৩,০৩৮ কোটি টাকা।
![সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মেটানো নিয়ে জটিলতা, ভারতে ব্যবসা গুটিয়ে নেবে ভোডাফোন আইডিয়া? Vodafone Idea says it will pay AGR dues, continuation of biz depends on SC order সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মেটানো নিয়ে জটিলতা, ভারতে ব্যবসা গুটিয়ে নেবে ভোডাফোন আইডিয়া?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/16022026/vodafone-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় ৫৪ হাজার কোটি টাকা বকেয়া মেটাতে হলে কি ভারত থেকে পাততাড়ি গোটাবে ভোডাফোন আইডিয়া? সংস্থার পক্ষ থেকে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভোডাফোন আইডিয়া লিমিটেডের বকেয়া অর্থের পরিমাণ ৫৩,০৩৮ কোটি টাকা। এর মধ্যে স্পেকট্রাম বাবদ দিতে হবে ২৪,৭২৯ কোটি টাকা এবং লাইসেন্স ফি হিসেবে দিতে হবে ২৮,৩০৯ কোটি টাকা। অবিলম্বে এই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় সংশোধনের আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে ১৭ মার্চ শুনানি। ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষে না গেলে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া হতে পারে।
আজ বম্বে স্টক এক্সচেঞ্জকে ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০১৯ সালের ২৪ অক্টোবরের রায়ে সুপ্রিম কোর্ট অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ অনুযায়ী টেলিকম মন্ত্রককে যে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে, তার কতটা মেটাতে পারবে, সেটা খতিয়ে দেখছে সংস্থা। আগামী কয়েকদিনের মধ্যেই টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে সংস্থা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার যে আর্থিক অবস্থার কথা জানানো হয়েছে, তার ভিত্তিতে ভারতে ব্যবসা চালানো যাবে কি না, সেটা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সংশোধন করার আর্জি জানানো হয়েছে। আদালত এই আর্জিতে সাড়া দেবে কি না, তার উপরেই ভারতে সংস্থার ব্যবসা চালানোর বিষয়টি নির্ভর করছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)