WB Election 2021: এটা বনলতা সেনেরও ব্রিগেড আবার টুম্পারও ব্রিগেড, বললেন কংগ্রেস নেতা ঋজু ঘোষাল
ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে এবিপি আনন্দের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা ঋজু ঘোষাল বলেছেন, ‘গত ৭২ ঘণ্টা ধরে এই ব্রিগেডের বার্তা রাজ্য ও কেন্দ্র দুই জায়গার শাসকদলের কাছেই খুব স্পষ্টভাবে পৌঁছে গিয়েছে। বার্তাটা হচ্ছে এটা মানুষের ব্রিগেড, শ্রমিকের ব্রিগেড, কৃষকদের ব্রিগেড। ছাত্র-যুব-শিক্ষক-পার্শ্বশিক্ষকদের ব্রিগেড। এটা বনলতা সেনেরও ব্রিগেড আবার টুম্পারও ব্রিগেড।‘
কলকাতা: একদল বাজাচ্ছেন মাদল, বাম-কংগ্রেসের পতাকা হাতে সুর তুলেছেন কিষাণ-মজদুরের ব্রিগেড, আবার অন্যদলের গলায় টুম্পা গানের প্যারোডি। ব্রিগেড সমাবেশের আগে ভাইরাল হওয়া বামফ্রন্টের টুম্পা গানের প্যারোডি সভামুখী কর্মী-সমর্থকদের একাংশের মুখেও সুপারহিট। আর সেই সুরের রেশ ধরেই এবারের ব্রিগেড আসলে সবার বোঝাতে কংগ্রেস নেতা ঋজু ঘোষাল বললেন ‘এটা বনলতা সেনেরও ব্রিগেড আবার টুম্পারও ব্রিগেড।’
ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে এবিপি আনন্দের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা ঋজু ঘোষাল বলেছেন, ‘গত ৭২ ঘণ্টা ধরে এই ব্রিগেডের বার্তা রাজ্য ও কেন্দ্র দুই জায়গার শাসকদলের কাছেই খুব স্পষ্টভাবে পৌঁছে গিয়েছে। বার্তাটা হচ্ছে এটা মানুষের ব্রিগেড, শ্রমিকের ব্রিগেড, কৃষকদের ব্রিগেড। ছাত্র-যুব-শিক্ষক-পার্শ্বশিক্ষকদের ব্রিগেড। এটা বনলতা সেনেরও ব্রিগেড আবার টুম্পারও ব্রিগেড।‘
কখনও সিপিএম, কখনও আবার বামফ্রন্ট, গত কয়েক দশকে বামপন্থীদের একাধিক জনসভার সাক্ষী থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ২০১৬-র বিধানসভা ভোটের আগে, পার্ক সার্কাস ময়দানে যৌথ সভা করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। এই প্রেক্ষাপটে, রবিবার প্রথম বাম-কংগ্রেসের যৌথ সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড! এই প্রথমবার বাম-কংগ্রেসের যৌথ সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্যাটল গ্রাউন্ড ব্রিগেড থেকে বাম-কংগ্রেস জোট কতটা শক্তি জোগাতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বেশ কিছু সমীক্ষার ফলাফলে বাম-কংগ্রেস জোটের পক্ষে ভোটের ফলাফলের ইঙ্গিত সেরকম ইতিবাচক না হলেও আত্মবিশ্বাসী ঋজুর বার্তা, ‘ভরসা রাখি মানুষের ওপর। মানুষের রায় আমাদের সঙ্গেই থাকবে। এই জোট পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ বিকল্প হয়ে উঠবে।’
এদিকে, আইএসএফের সঙ্গে এখনও আসন-রফা না হলেও কংগ্রেস নেতা আশাবাদী দ্রুত কথাবার্তার মাধ্যমে বেরিয়ে আসবে সমাধানসূত্র।