এক্সপ্লোর
থানার মধ্যে ইউনিফর্ম না পরে নাচ, সাসপেন্ড গুজরাতের মহিলা পুলিশ আধিকারিক
নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।
![থানার মধ্যে ইউনিফর্ম না পরে নাচ, সাসপেন্ড গুজরাতের মহিলা পুলিশ আধিকারিক Woman cop faces music for dancing in police station থানার মধ্যে ইউনিফর্ম না পরে নাচ, সাসপেন্ড গুজরাতের মহিলা পুলিশ আধিকারিক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/25160133/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেহসানা: থানার মধ্যে ইউনিফর্ম না পরা অবস্থায় হিন্দি গানের সঙ্গে নাচার অভিযোগে গুজরাতের এক মহিলা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। অর্পিতা চৌধুরী নামে লোকরক্ষক দলের ওই সদস্যার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।
Procedure of suspension has been initiated against lady cop Arpita Chaudhary of Landhlaj police station in North Gujarat for not wearing uniform when on duty and despite being a staffer of disciplined department, making dance video with police lock up in background: SP pic.twitter.com/nR8bjDvNHk
— DeshGujarat (@DeshGujarat) July 24, 2019
এ বিষয়ে মেহসানার ডেপুটি পুলিশ সুপার মনজিতা বানজারা জানিয়েছেন, ‘গত শনিবার ওই ভিডিও তোলেন অর্পিতা চৌধুরী। তিনি ২০১৬ সালে লোকরক্ষক দলে যোগ দেন। ২০১৮ সালে তাঁকে মেহসানায় বদলি করা হয়। থানার মধ্যে কর্তব্যরত অবস্থায় ইউনিফর্ম না পরে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন। তাছাড়া তিনি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে সেটি ছড়িয়ে দিয়েছেন। পুলিশকর্মীদের শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত। কিন্তু তিনি সেই নিয়ম লঙ্ঘন করায় সাসপেন্ড হয়েছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)