(Source: ECI/ABP News/ABP Majha)
Yaas Cyclone LIVE শক্তি কমেছে ইয়াসের, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
Yaas Cyclone Live Updates in West Bengal: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও
LIVE
Background
ক্রমশ এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৮৫ কিলোমিটার ও বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে রয়েছে। বেলা ১২টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ইয়াস। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। দিঘা থেকে ১৩০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। এর জেরে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
Yaas Cyclone LIVE ইয়াসের শক্তিক্ষয়
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। যার ফলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টার কাছাকাছি। ইয়াস ঝাড়খণ্ডে ঢোকার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ৫৫-৭৫ কিমি/ঘণ্টা। তারপর ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর যাবে উত্তরপ্রদেশের দিকে।
Cyclone Yaas Live Updates শক্তি কমেছে ইয়াসের, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
সকালে ওড়িশার ধামড়ায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাত্, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
Yaas Cyclone LIVE ধামাখালিতে বাঁধ ভাঙল বিদ্যাধরী নদীর
ইয়াসের তাণ্ডবে ভেঙেছে উত্তর ২৪ পরগনা ও হাওড়ার একের পর এক নদীবাঁধ। জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
Cyclone Yaas Live Updates প্লাবিত কাকদ্বীপ, নামখানা, মৌসুনি, সাগর ও পাথরপ্রতিমা
প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত কাকদ্বীপ, নামখানা, মৌসুনি, সাগর ও পাথরপ্রতিমার আশপাশের গ্রাম । আতঙ্কিত গ্রামবাসীরা। মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় জল ঢুকেছে পাথরপ্রতিমাতেও বাঁধ টপকে জল ঢুকেছে আশাপাশের গ্রামগুলোতে। কাকদ্বীপ লট এইটে মুড়িগঙ্গা নদীর জলে প্লাবিত গ্রাম। বেশ কয়েকটি পরিবার আশ্রয়হীন। জলমগ্ন জেটি। কাকদ্বীপ হারউড পয়েন্টে জলমগ্ন গোটা গ্রাম। আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেন গ্রামবাসীরাই।
Yaas Cyclone LIVE ধামাখালিতে বাঁধ ভাঙল বিদ্যাধরী নদীর
একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে ভরা কোটাল। ধামাখালিতে বাঁধ ভাঙল বিদ্যাধরী নদীর। প্লাবিত একাধিক গ্রাম।