৩৭০ ধারা বিলোপ: হিউস্টনে মোদির হাতে চুম্বন করে ধন্যবাদ জানালেন কাশ্মীরি পণ্ডিতরা
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মার্কিনবাসী কাশ্মীরি পণ্ডিতরা।
হিউস্টন: ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের জন্য শনিবারই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে(ভারতীয় সময় রাতে) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন তিনি। তারপর উপস্থিত থাকবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সম্মেলনে। এই দুই মেগা ইভেন্টের আগে অবশ্য মার্কিন মুলুকে পা রাখা ইস্তক এদিন একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মোদি। যার মধ্যে অন্যতম ছিল সেখানে বসবাসকারী শিখ ও কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত-পর্ব।
#WATCH United States: A delegation of Kashmiri Pandits meets and interacts with Prime Minister Narendra Modi. A member kisses PM Modi's hands and says, "Thank you on behalf of 7 Lakh Kashmiri Pandits." pic.twitter.com/8xKBqNlOvM
— ANI (@ANI) September 22, 2019
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মার্কিনবাসী কাশ্মীরি পণ্ডিতরা। এমনকী, প্রতিনিধিদলের এক সদস্য মোদির হাতে চুম্বন করে বলেন, ৭ লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তরফ থেকে ধন্যবাদ। পরে, পিএমও-র তরফেও টুইট করে বলা হয়, কাশ্মীরি পণ্ডিতরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভারতীয়দের দেশের অগ্রগতিতে এবং দেশবাসীর ক্ষমতায়ণে যে যে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র, তা তাঁরা সমর্থন করছেন। সাক্ষাতপর্বে, প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। সেখানে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা ও পুনর্বাসের বিষয়টি খতিয়ে দেখতে টাস্ক ফোর্স বা উপদেষ্টা কমিটি গঠনের আর্জি জানায় প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলের এক সদস্য জানান, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা সকলে মিলে নতুন কাশ্মীর গড়ে তুলব। কাশ্মীরিদের পাশাপাশি, শিখ প্রতিনিধিদলের সঙ্গেও দেখা করেন মোদি। দেখা করেন, বোহরা সম্প্রদায়ের সঙ্গে। মোদিকে অঙ্গবস্ত্রম উপহার দেওয়া হয়।