Abhishek Banerjee : 'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি, ধাক্কাধাক্কি করে তুলে দিল দিল্লি পুলিশ' বললেন অভিষেক
Abhishek Banerjee challenges Centre : 'মনে রাখতে হবে মহাত্মা গাঁধী কারও কেনা পণ্য পৈতৃক সম্পত্তি নয়'
![Abhishek Banerjee : 'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি, ধাক্কাধাক্কি করে তুলে দিল দিল্লি পুলিশ' বললেন অভিষেক Abhishek Banerjee Says TMC sat in peaceful protest at Rajghat, but police forced them, Abhishek Banerjee challenges Centre Abhishek Banerjee : 'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি, ধাক্কাধাক্কি করে তুলে দিল দিল্লি পুলিশ' বললেন অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/733f2e3d52cfb02b5ccdb91c1c957f04169624189108553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, নয়া দিল্লি : রাজধানীতে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হল বাংলার শাসকদল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি শুরু হয় সোমবার । দু'দিনের কর্মসূচি। সোমবার রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন অভিষেক সহ তৃণমূলের মন্ত্রী সাংসদরা। হাতে প্ল্যাকার্ড হাতে রাজঘাটে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু তৃণমূলের অভিযোগ তাঁদের দিল্লি পুলিশ জোর করে তুলে দিয়েছে। হুইসল বাজিয়ে, ধাক্কাধাক্কি করে তৃণমূলের লোকজনকে রাজঘাট থেকে উঠে যেতে বাধ্য করে পুলিশ। সেখান থেকে বেরিয়ে এসে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন অভিষেক।
তিনি বলেন, '১০০ দিনের টাকা চেয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে। ভারত সরকারের জেদের জেরে বাংলাকে বঞ্চনা করে চলেছে। শান্তিপূর্ণ ভাবে রাজঘাটে ধর্না করছিল তৃণমূল। কিন্তু দিল্লি পুলিশ, সিআরপিএফ ধাক্কাধাক্কি করে তুলে দিয়েছে। মনে রাখতে হবে মহাত্মা গাঁধী কারও কেনা পণ্য পৈতৃক সম্পত্তি নয়' । জন্মদিনে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাঙ্কিত মনরেগায় বকেয়া নিয়ে দিল্লিতে সরব হয়েছিল রাজ্যের শাসকদল।
বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে : অভিষেক
অভিষেকের দাবি, 'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি। শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করেছিলাম। গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার। আগামীদিনে আরও জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন। আপনার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। ' কেন্দ্রের উদ্দেশে তোপ দেগে অভিষেক বলেন, 'এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির কারণেই কি এত গাত্রদাহ? বিজেপি নেতারা সিবিআই তদন্তের দাবি করছেন। আদালতে জনস্বার্থ মামলা করুন। যারা দোষ করেছে তাঁদের শাস্তি হোক। 'কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে?' প্রশ্ন তোলেন অভিষেক।
'বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও।' রবিবার দিল্লিতে রওনা দেওয়ার আগে ও রাজধানীতে নেমে, মোদি সরকার ও বিজেপিকে এই ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছে তিনি আরও বলেন, ' আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি' । রাজঘাট থেকে বেরিয়েও তার গলায় শোনা গেল একই রকম চ্যালেঞ্জের সুর।
পাল্টা জবাব গিরিরাজের
একদিকে যখন গিরিরাজ সিংহকে নিশানা করেই চলেছেন অভিষেক, তখন তার পাল্টা উত্তর দিলেন গিরিরাজও। বাংলার রাজ্য সরকারকে নিশানা করে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী বললেন, 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক থেকে আবাস যোজনা, বাংলাকে বঞ্চনা করেনি কেন্দ্র। বাংলার গ্রামোন্নয়নে ইউপিএ জমানার তুলনায় দ্বিগুণ বরাদ্দ করেছে এই সরকার। ভুয়ো জব কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়। ' সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেন গিরিরাজ সিংহ।
বাংলায় বারবার তৃণমূল সরকারের অধীনস্থ পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে সরব হয় বিরোধীরা। এবার দিল্লিতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে গিয়ে সেই অভিযোগে সরব হল তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)