Afghanistan Crisis : তালিবানকে সমঝোতার টেবিলে আনতেই তাঁদের লড়াই, মন্তব্য পঞ্জশিরের নেতা আহমেদ মাসুদের
পঞ্জশিরে প্রতিরোধের দেওয়াল ভাঙতে মরিয়া তালিবান। কয়েকশো তালিবান পঞ্জশিরের দিকে এগোচ্ছে বলে জানা গেছে।
পঞ্জশির : কার্যত গোটা আফগানিস্তানের দখল নিয়েছে। কিন্তু, হিন্দুকুশ পর্বতের কোলে পঞ্জশিরে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তালিবান। ইতিমধ্যেই বাগলান প্রদেশ দখল করেছে তালিবান-বিরোধী আহমেদ মাসুদের বাহিনী। রক্তক্ষয়ী যুদ্ধে খতম তিনশোরও বেশি তালিবান। পাশাপাশি, লড়াই জারি রেখেই তালিবানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন আহমেদ মাসুদ। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে পঞ্জশিরের নেতা জানান, তালিবানকে সমঝোতার টেবিলে আনতেই তাঁদের লড়াই।
অন্যদিকে, পঞ্জশিরে প্রতিরোধের দেওয়াল ভাঙতে মরিয়া তালিবানও। কয়েকশো তালিবান পঞ্জশিরের দিকে এগোচ্ছে বলে জানা গেছে। আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার ও আফগান সেনা পিছু হঠায় তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের দখল নিয়েছে তালিবান। এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, তা জানে মাসুদ বাহিনীও।
আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকাই দখল করে নিয়েছে তালিবানরা। ব্যতিক্রম কেবল পঞ্জশির। আফগানিস্তানের উত্তর-পূর্বে হিন্দুকুশের কোলের এক উপত্যকা এটি। এই এলাকা এখনও দখল করতে পারেনি তালিবানরা। পঞ্জশির উপত্যকায় তালিবান যোদ্ধা এবং নর্দান অ্যালায়েন্সের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। নর্দান অ্যালায়েন্সের নেতৃত্ব দিচ্ছেন স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ ও আহমেদ মাসুদ। শেষ পর্যন্ত পঞ্জশির দখলে ব্যর্থ হয় তালিবানরা।
পঞ্জশিরের উত্তরে বাগলান ও তাখর প্রদেশ। পূর্বে বাদাকশন ও নুরিস্তান, লাঘমান ও কাপিসা দক্ষিণে, পশ্চিমে পারওয়ান। চারপাশ থেকে পঞ্জশির ঘিরে ফেলার কৌশল নেয় তালিবানরা। কিন্তু, নর্দান অ্যালায়েন্সের প্রতিরোধে এখনও পঞ্জশির দখলের স্বপ্ন অধরা তালিবানের। শনিবার রাতেই তালিবান যোদ্ধারা পৌঁছে যায় বাগলান প্রদেশের আন্দারাবে।
তালিবানকে হুঁশিয়ারি দিয়ে পাল্টা নর্দান অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ জানান, আহমেদ শাহ মাসুদের ছেলে আমি। আত্মসমর্পণ শব্দটা আমার অভিধানে নেই। প্রতিরোধ সবে শুরু হয়েছে। শেষ পর্যন্ত তাই হল, পঞ্জশির দখলে ব্যর্থ হয় তালিবানরা। পঞ্জশিরে ঢোকার মুখে বাগলানের আন্দারাবে তালিবান বাহিনীকে রুখে দেয় পিপল রেজিস্ট্যান্স ফোর্স। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক অবস্থানগত কারণেই এবারও পঞ্জশির দখল করতে পারল না তালিবানরা।