Flight Bomb Threat: ৬ মাসের মধ্যে ৭০টি বোমা হামলার হুমকি! নিরাপত্তা নিয়ে তড়িঘড়ি বৈঠকে উড়ান সংস্থারা
Aviation Safety: লাগাতার বোমার হুমকিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।
নয়া দিল্লি: একের পর এক বোমা হামলার হুমকি এসেছে ভারতীয় বিমান পরিষেবায়। গত ৬ দিনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে প্রায় ৭০টির মত বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। এদিকে, ধারাবাহিকভাবে এই বোমা হুমকির জেরে চরমভাবে ব্যাহত হচ্ছে ভারতের বিমানসেবা।
এনডিটিভির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এগারোটি ফ্লাইটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এয়ারলাইনগুলোর পাওয়া এমন হুমকির তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। যা আকাশপথে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই বিষয় নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেছে উড়ান সংস্থার কর্ণধাররা।
লাগাতার বোমার হুমকিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। এয়ারলাইন্সগুলোর পাশাপাশি উদ্বিগ্ন দেশের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও।
সোমবার থেকে এখন পর্যন্ত অন্তত ৭০টি বিমান বোমা হুমকির ফোন পেয়েছে। ফলে বেশির ভাগ ফ্লাইটকে করতে হয়েছে জরুরি অবতরণ। যদিও কোনও ফ্লাইটে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বারবার এমন বার্তায় বিমানসংস্থাগুলোর যেমন লোকসান হচ্ছে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
পরিস্থিতি সামাল দিতে শনিবার ভারতের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির এভিয়েশন সেফটি সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। বৈঠকে ‘বোমা আতঙ্ক’ মোকাবিলায় এয়ারলাইন্স কোম্পানিগুলোকে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে