Doctors Protest: 'আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর', মমতার অনশন-আর্জি বার্তার পর প্রতিক্রিয়া অনশনকারী ডাক্তারদের
Doctors Hunger Strike: মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে সাড়া, অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁদের তরফে বলা হয়েছে, 'আমরা হঠাৎ করে অনশনে বসিনি, অনশনে বসতে বাধ্য হয়েছি।'
কলকাতা: ১০ দফা দাবিতে অনশনের পক্ষকাল পার। ১৫ দিন ধরে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। এখানে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যালে একজন অনশন করছেন। গতকাল সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে এবং সব দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এরপরই শনিবার অনশন মঞ্চে যান স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব। সেখানেই ফোনে অনশন বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনশন তুলতে আবেদন, সোমবার নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে সাড়া, অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁদের তরফে বলা হয়েছে, 'আমরা হঠাৎ করে অনশনে বসিনি, অনশনে বসতে বাধ্য হয়েছি। আমরা কাজে ফিরতে চাই, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি পূরণ না হলে অনশন চলবে। জটিলতার দ্রুত সমাধান আমরা চাই। আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর। আমরা এখনও ন্যায়বিচার পাইনি। মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী কোথাও কোথাও ধৈর্য হারাচ্ছেন। সোমবার আমরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করব'।
অনশনকারী জুনিয়র ডাক্তাররা এও বলেন, 'আমরা মনোক্ষুণ্ণ হলেও মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবেই দেখি। আমাদের ১০ দফা দাবির কথা উনি স্পষ্টভাবে জানেন না। এতদিন পর কেন শুনতে হল, মুখ্যমন্ত্রী আমাদের দাবির কথা জানেন না? তাহলে কি আমাদের দাবির কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়নি? আমদের বলা হচ্ছে, কাজে ফিরছি না কেন? রাজ্য জুড়ে সব জায়গায় পরিষেবা দেওয়া হয়েছে। আমাদের অনশনকে খাটো করে দেখা হচ্ছে', ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর মন্তব্য জুনিয়র চিকিৎসকদের।
আরও পড়ুন, 'প্রয়োজনে আবার অনশনে ফিরব', হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় বার্তা এই চিকিৎসকের
আজ মুখ্যমন্ত্রী ফোনে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের বলেন, '৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে। যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে