এক্সপ্লোর
অক্ষয় কুমারের পর আমির খানের করোনার মধ্যেই বিদেশ পাড়ি, লাল সিং চাড্ডা ছবির শ্যুটিংয়ে
লকডাউনের জেরে কয়েক মাস শ্যুটিং বন্ধ থাকার পর এই দুটি ছবির আন্তর্জাতিক লোকেশনে শ্যুটিং চালু হল।
মুম্বই: সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছিলেন আমির খান। কারণ? আমির শ্যুটিং করতে তুরস্ক চলে গিয়েছেন। করোনা পরিস্থিতি অগ্রাহ্য করেই লাল সিংহ চাড্ডা-র শ্যুটিং শুরু করতে চলেছেন ৫৫ বছরের অভিনেতা।
আমিরের ফ্যান ক্লাব পেজগুলি সকাল থেকে তাঁর তুরস্কে পাড়ি দেওয়ার ছবি পোস্ট করে চলেছে। কাঁচা পাকা চুলের নায়কের মুখে হাসি, হাতে মস্ত বালিশ।
গত সপ্তাহে অক্ষয় কুমারও বেল বটম ছবির শ্যুটিং করতে লন্ডন চলে গিয়েছেন। অন্যান্য কলাকুশলী, কর্মীরা ছাড়াও সঙ্গে গিয়েছেন স্ত্রী টুইঙ্কল খান্না, দুই ছেলেমেয়ে আরভ ও নিতারা। লকডাউনের জেরে কয়েক মাস শ্যুটিং বন্ধ থাকার পর এই দুটি ছবির আন্তর্জাতিক লোকেশনে শ্যুটিং চালু হল। লাল সিং চাড্ডা-র শ্যুটিংয়ে এর আগে হিমাচল প্রদেশ ও পঞ্জাবে দেখা যায় আমিরকে।
টম হ্যাঙ্কসের ১৯৯৪ সালের ছবি ফরেস্ট গাম্প-এর রিমেক এই লাল সিংহ চাড্ডা। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। আমির খান প্রোডাকশনস ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজনা করছে এই ছবি। আমির ছাড়া ছবিতে দেখা যাবে করিনা কপূর ও মোনা সিংহকে।Cuties! ????????@aamir_khan #AamirKhan #LaalSinghChaddha #LSC2020 pic.twitter.com/dSmMjwaPXx
— Aamir Khan Official Team (@AKofficialTeam) January 6, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement