এক্সপ্লোর
Advertisement
ইসলামের জন্য বলিউড ছেড়েছেন, এবার মুফতিকে বিয়ে করলেন সানা খান
নিকার পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে মুফতি আনাস, তাঁর স্বামী। তাঁদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।
মুম্বই: বিগ বস-এ যোগ দিয়ে খ্যাতি পাওয়া সানা খান কিছুদিন আগে ঘোষণা করেন, এবার তিনি আল্লাহের পথে চলবেন। আর এবার ফের চমক দিয়েছেন সানা। গুজরাতের সুরাতের এক মুফতিকে নিকা করেছেন তিনি।
নিকার পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে মুফতি আনাস, তাঁর স্বামী। তাঁদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।
৮ অক্টোবর সানা খান সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন। তাতে লেখেন, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বাকি জীবন তিনি আল্লাহের পথে চলবেন, সমাজসেবা করবেন। সকলকে অনুরোধ করেন, তাঁকে আর কাজের জন্য না জোরাজুরি করতে, অভিনয়ের অফার না দিতে।
এর আগে অবশ্য সানার অ্যাফেয়ার ছিল কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে কিন্তু তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাতে সানা এতটাই কষ্ট পেয়েছিলেন, যে কাঁদতে কাঁদতে সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখের কথা জানিয়েছিলেন।
২০০৫ সালে বলিউডে পা রাখেন মডেল সানা। ইয়েহি হ্যায় হাই সোসাইটি নামে একটি ছবিতে তাঁকে দেখা যায় কিন্তু বক্স অফিসে তা সাফল্য পায়নি। এরপর ২০০৮ সালে দক্ষিণী ছবিতে দেখা যায় তাঁকে। বিগ বস ৬-এ যোগ দেওয়ার পর তিনি পরিচিত হয়ে ওঠেন। শোনা যায়, তিনি সলমন খানের ঘনিষ্ঠ। সলমনের সঙ্গে জয় হো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement