UK Families May Sue Air India: আমদাবাদ বিমান দুর্ঘটনার দায় কার? মামলা হচ্ছে ব্রিটেনের আদালতে, মোটা টাকা দিতে হতে পারে এয়ার ইন্ডিয়া ও বোয়িংকে
Ahmedabad Plane Crash: গত ১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী AI171 বিমানটি।

নয়াদিল্লি: আমদাবাদ বিমান দুর্ঘটনার পর একমাস অতিক্রান্ত হতে চলেছে। কিন্তু দুর্ঘটনার অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। আর সেই আবহেই বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া এবং বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং-এর বিরুদ্ধে মামলা করতে উদ্যত হলেন বিমান দুর্ঘটনায় নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবার-পরিজনরা। দুই সংস্থার কাছ থেকে মোটা টাকা ক্ষতিপূরণের দাবি জানাতে চলেছেন তাঁরা। (UK Families May Sue Air India)
গত ১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী AI171 বিমান। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে মাত্র একজন রক্ষা পান। ৩৪ জন সাধারণ মানুষও মারা গিয়েছেন। বিমানে সওয়ার ৫২ জন ব্রিটিশ নাগরিকও মারা যান দুর্ঘটনায়। তাঁদের পরিবার-পরিজনরাই এবার আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছেন। ব্রিটেনের আদালতেই এয়ার ইন্ডিয়া এবং বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করা হবে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। ক্ষতিপূরণ বাবদ মোটা টাকা দাবি করা হবে দুই সংস্থার কাছ থেকে। (Ahmedabad Plane Crash
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহতদের পরিবার-পরিজনরা এই মুহূর্তে আইনি উপায় খুঁজছেন। ব্রিটেনের Keystone Law সংস্থা, তাঁদের সাহায্য় করছে। এয়ার ইন্ডিয়া এবং বোয়িং, দুই সংস্থার বিরুদ্ধেই মামলা করার প্রস্তুতি চলছে। বাড়তি ক্ষতিপূরণ দাবি করা হবে দুই সংস্থার কাছ থেকে। দুর্ঘটনার পর পরই, টাটা গোষ্ঠীর অধীনস্থ এয়ার ইন্ডিয়া মৃতদের পরিবারকে মাথাপিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে। পাশাপাশি, অর্থনৈতিক সমস্যার কথা মাথায় রেখে বাড়তি ২৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।
কিন্তু নিহতদের পরিবার এর শেষ দেখে ছাড়তে চান। Keystone জানিয়েছে, বেশ কিছু পরিবারের সঙ্গে কথা চলছে তাদের। শীঘ্রই আইনি পদক্ষেপ করা হবে। লন্ডন হাইকোর্টে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আইনি পদক্ষেপের পথে এগোচ্ছে। Keystone জানিয়েছে, Montreal Convention-এর মতো আন্তর্জাতিক চুক্তির আওতায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ব্রিটেন, আমেরিকার মতো দেশে মামলা দায়ের করতে পারে। যাত্রীর মৃত্যু এবং আঘাতের জন্য পুরোপুরি দায়ী করা যেতে পারে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। এক্ষেত্রে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্কও বেঁধে দেওয়া নেই। ফলে পরিবারগুলি নিজেদের দাবিদাওয়া জানাতে পারে নির্দ্বিধায়।
বিমান দুর্ঘটনার ঝুঁকির কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া এবং বোয়িং প্রচুর টাকার বিমা করিয়ে রেখেছে আগে থেকেই। এয়ার ইন্ডিয়ার একারই প্রায় ১.৫ বিলিয়ন ডলারের বিমা রয়েছে। বোয়িংকে ধরলে সবমিলিয়ে বিমার পরিমাণ ৪ বিলিয়ন ডলার। আদালত নির্দেশ দিলে সেই টাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে টাকা দিতে হতে পারে দুই সংস্থাকে।






















