Asaduddin Owaisi : 'ওঁর মা-কে গুলি করলে সেটা সন্ত্রাসবাদ, আর আমাদের মা-বোনদের খুন করলে তা নয় ?' ভুট্টোকে ধুয়ে দিলেন ওয়েইসি
India-Pakistan Relations: পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে ১৯৬০-র সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। তার পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যায় পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টোর গলায়।

নয়াদিল্লি : পাকিস্তানের রাজনীতিক বিলাওয়াল ভুট্টো জারদারির বিরুদ্ধে আক্রমণ শানালেন আসাদউদ্দিন ওয়েইসি। ভুট্টোর "রক্তগঙ্গা বইবে" মন্তব্যের তীব্র সমালোচনা করে উপযুক্ত জবাব দিলেন AIMIM প্রধান ও হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। 'ওঁর মা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো'-কে কারা হত্যা করেছিল তা ওঁর (বিলাওয়াল ভুট্টো জারদারি) মনে রাখা উচিত বলে মনে করিয়ে দেন তিনি।
বিলাওয়াল ভুট্টো। ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী ছিলেন। পাকিস্তানের বর্তমান শাসক দলের সঙ্গে জোট সরকারেও রয়েছে তাঁর দল পাকিস্তান পিপলস পার্টি। পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে ১৯৬০-র সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। তার পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যায় পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টোর গলায়। তিনি বলেন, "এই নদী থেকে হয় আমাদের জল বইবে, নয় ওদের রক্ত বইবে। ভারতকে বলতে চাইব যে, সিন্ধু আমাদের আর সিন্ধু আমাদেরই থাকবে।"
তাঁর এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় ওয়েইসিকে। তিনি বলেন, "এ ধরনের শিশুসুলভ কথার পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। উনি জানেন না ওঁর ঠাকুর্দার সঙ্গে কী হয়েছিল ? ওঁর মায়ের সঙ্গে কী হয়েছিল ? ওঁর মা-কে জঙ্গিরা খুন করেছিল। তাই, অন্তত ওঁর এ ধরনের কথা বলা উচিত নয়। উনি কি আদৌ জানেন কী বলছেন ? আমেরিকা আপনাদের যতক্ষণ না কিছু দিচ্ছে, ততক্ষণ তো আপনার দেশও চালাতে পারেন না। আর আমাদের চোখ রাঙাচ্ছেন ? ওঁর মনে রাখা উচিত, কে ওঁর মা-কে হত্যা করেছিল। সন্ত্রাসবাদ মেরেছিল। উনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আর ওঁকে কী বোঝাবেন ? ওরা যখন আপনার মা-কে গুলি করেছিল, তখন সেটা ছিল সন্ত্রাসবাদ, আর ওরা যখন আমাদের মা-বোনদের খুন করল, তখন সেটা নয় ?"
পহেলগাঁও-হামলার পরও যেসব পাকিস্তানি নেতা ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তাঁদের স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে ওয়েইসি বলেন, "মনে রাখবেন, যদি আপনি কারো দেশে ঢুকে তাদের নিরীহ মানুষকে হত্যা করেন, কোনও দেশই চুপ থাকবে না। তাতে যে-ই ক্ষমতায় থাক না কেন। যেভাবে আপনারা আমাদের দেশে আক্রমণ করেছেন, যেভাবে আমাদের দেশের মানুষের ধর্ম জেনে গুলি করা হয়েছে, কোন ধর্মের কথা আপনারা বলছেন ? আপনারা খারিজিদের (একটি ইসলামিক সম্প্রদায় যাদের বিচ্যুত বলে মনে করা হয়) চেয়েও খারাপ। আপনারা আইসিসের সহানুভূতিশীল।"






















