Air India Pee-Gate : বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব ! কী প্রতিক্রিয়া টাটা সন্স চেয়ারম্যানের ?
Shankar Mishra : মুম্বইয়ের বাসিন্দা অভিযুক্ত শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ
![Air India Pee-Gate : বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব ! কী প্রতিক্রিয়া টাটা সন্স চেয়ারম্যানের ? Air India Pee-Gate : What did Tata Sons Chairman N Chandrasekaran say about the incident ? Air India Pee-Gate : বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব ! কী প্রতিক্রিয়া টাটা সন্স চেয়ারম্যানের ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/06/eb50c5b35ba2add18cd3395f8b50dac21673013006976636_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : বিমানে মহিলা সহযাত্রীর গায়ে মদ্যপের প্রস্রাব ! এই ঘটনায় আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল এয়ার ইন্ডিয়ার।আত্মসমালোচনার সুরে আজ একথা স্বীকার করে নিলেন টাটা সন্সের চেয়ারম্যান (TATA Sons Chairman) এন চন্দ্রশেখরণ।
গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক- নয়া দিল্লি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিজনেস ক্লাসে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী নিজের প্যান্টের চেন খুলে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। সেই ঘটনায় কার্যত তোলপাড় দেশ। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন এবং পুলিশের কাছে এনিয়ে রিপোর্ট না করার অনুরোধ জানান বলে খবর। অনুরোধ জানানোর সময় তিনি নাকি বলেন, এই ঘটনা প্রকাশ্যে এলে তাঁর স্ত্রী ও সন্তানের উপর তার প্রভাব পড়বে।
এবার এই ঘটনা নিয়ে বিবৃতি জারি করলেন এন চন্দ্রশেখরণ। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিক্রিয়া জানাতে দেরি করেছি। এমনটা হওয়া উচিত ছিল না। টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দিতে প্রস্তুত । এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রতিটি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা হবে।
মুম্বইয়ের বাসিন্দা অভিযুক্ত শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মদ্যপ অবস্থায় তিনি ছিলেন। ঘটনার প্রেক্ষিতে বুধবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার ওই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে দিল্লি পুলিশ। ভারতীয় সংবিধানের ৩৫৪, ৫০৯, ৫১০ ধারা এবং উড়ান বিধির ২৩ নং ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। ৩০ দিন এয়ার ইন্ডিয়ার বিমানেও উঠতে পারবেন না ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছে বিমান সংস্থা। ঘটনায় শুক্রবার বিমান চালক সহ ৭- ৮ জন কর্মীকে তলব করে সমন পাঠিয়েছে দিল্লি পুলিশ। আমেরিকার একটি সংস্থায় কর্মরত অভিযুক্ত। ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তিকে ছাঁটাই করেছে সংশ্লিষ্ট সংস্থাও।
একটি বিবৃতিতে আমেরিকার ওই সংস্থা জানিয়েছে, "সংস্থায় নিযুক্ত কর্মী ব্যক্তিগত এবং পেশাদার আচরণ উচ্চমানের হওয়া উচিত। আমাদের নজরে এসেছে এই আচরণ অত্যন্ত বিরক্তিকর। আমরা তদন্তে সবরকম সাহায্য করতে প্রস্তুত।''
আরও পড়ুন ; বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব, বেঙ্গালুরু থেকে গ্রেফতার মুম্বইয়ের বাসিন্দা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)