MP on corona Vaccination: ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন, ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের
আজ এই ঘোষণা করেছে শিবরাজ সিংহ চৌহানের সরকার
নয়াদিল্লি: ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে মধ্যপ্রদেশ সরকার। আজ এই ঘোষণা করেছে শিবরাজ সিংহ চৌহানের সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মধ্যপ্রদেশ সরকার উল্লেখ করেছে, ১ মে থেকে ভ্যাকসিন দেওয়া হবে ১৮ ঊর্ধ্বদের। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
অন্যদিকে আজই ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে ছত্তীসগঢ় সরকার। তার আগে বিজেপি শাসিত রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ এবং অসমে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল। ১৯ এপ্রিল ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করে। এরপরই এই ঘোষণা করে বিভিন্ন রাজ্য।
দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন। ১ মে থেকে মিলবে ভ্যাকসিন। সোমবার এই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন। ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাত্ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার। উল্লেখ্য, আজই কোভিশিল্ডের দাম ঘোষণা করেছে সিরাম ইনস্টিটিউটের। সরকারি হাসপাতালে প্রতিটি ডোজের দাম ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালে প্রতিটি ডোজের দাম ৬০০ টাকা বলে জানিয়েছে সংস্থা।
দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২.৯৫ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম দেশে দৈনিক মৃত্যু ২ হাজার ছুঁল। গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের।