রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে চুরি, গ্রেফতার এক
করোনা পরিস্থিতির কারণে বন্ধ সমস্ত জাদুঘর। বন্ধ ছিল আমহার্স্ট স্ট্রিটে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামও। মিউজিয়াম বন্ধ, তার ওপর কার্যত লকডাউন, ছিলেন না নিরাপত্তারক্ষীও।
কলকাতা: আমহার্স্ট স্ট্রিটে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম থেকে দুষ্প্রাপ্য সামগ্রী চুরির অভিযোগ উঠল। গতকাল অভিযোগ দায়ের হয়। আজ, রবিবার চুরির অভিযোগ স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী। ঘটনার পিছনে কোনও চক্র থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।
করোনা পরিস্থিতির কারণে বন্ধ সমস্ত জাদুঘর। বন্ধ ছিল আমহার্স্ট স্ট্রিটে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামও। মিউজিয়াম বন্ধ, তার ওপর কার্যত লকডাউন, ছিলেন না নিরাপত্তারক্ষীও। এরই সুযোগ নিয়ে চুরি অভিযোগ উঠল রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে। কর্তৃপক্ষের দাবি, খোয়া যায় বেশ কিছু দুষ্প্রাপ্য সামগ্রী। অভিযোগ, দরজার কব্জা ভেঙে চুরি হয় মিউজিয়ামে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ায় শনিবার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখ্য, করোনার জেরে রাজ্যে জারি করা হয়েছে কড়া বিধি নিষেধ। ফলে রাস্তাঘাট থমথমে। তার উপরে ইয়াসের জেরে সপ্তাহের শুরু থেকেই হয় বৃষ্টি। একে রক্ষী নেই, তার উপরই পরিস্থিতি দোসর। এই দুইয়ের সুযোগ নিয়েই চোরেরা ঢোকে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। কিন্তু কেন কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে? উঠছে সেই প্রশ্নও। পুলিশের অনুমান দুষ্প্রাপ্য জিনিস পাওয়া যেতে পারে তা আঁচ করতে পেরেই চোরেরা ঢুকেছিল। মিউজিয়ামের পিছনের দিকের পাঁচিল টপকে ভিতরে ঢোকে বলে অনুমান পুলিশের।
পুলিশের সন্দেহ, ইয়াসের পর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল এলাকা। রক্ষীও ছিলেন না। সেই সুযোগেই চুরি হয়। রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামের নিরাপত্তারক্ষী বলেন, চুরির অভিযোগে পুলিশ এলাকারই বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে। সূত্রের খবর, উদ্ধার হয়েছে খোয়া যাওয়া বেশ কিছু সামগ্রী। খোয়া যাওয়া ও উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ ধৃত যুবক একা নন, চুরির পিছনে বড় চক্র থাকতে পারে। বছরখানেক আগেও একবার চুরি হয়েছিল রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে।