JD Vance : ভেনেজুয়েলা-আবহেই আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা,কে ঘটাল এমন ভয়ঙ্কর কাজ?
US Venezuela tension : ঘটনায় একজনকে আটক করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। তবে কেন হামলা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

নয়া দিল্লি: ভেনেজুয়েলা নিয়ে আমেরিকায় বিক্ষোভের মুখে ভাইস প্রেসিডেন্টের ওহিওর বাড়িতে হামলা। সিনসিনাটির ওয়ালনাট হিলসে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা। তবে সেই সময় বাড়িতে ছিলেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই ঘটনায় একজনকে আটক করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। তবে কেন হামলা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
গোয়েন্দা সূত্রের খবর, হামলার সময়ে জেডি ভ্যান্স বাড়িতে তো ছিলেনই না, ছিলেন না তাঁর পরিবারের কোনও সদস্যও। ফলে বড় অঘটন এড়ানো গিয়েছে। আমেরিকার ভেনেজুয়েলা পদক্ষেপ নিয়ে সরব বিভিন্ন দেশ। এরই মধ্যে দেশের মধ্যেই, বড় হামলা ভ্যান্সের বাড়িতে। CNN-এর রিপোর্ট অনুযায়ী, হামলাকারী বাড়ির ভিতরে ঢুকতে পারেনি। বলছে মার্কিন পুলিশ এবং গোয়েন্দারা। তবে বাইরে থেকে বাড়িতে যতটা সম্ভব হামলা করা হয়েছে। জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে কে এমন দুঃসাহসিক হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর ভ্যান্সের বাড়িতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকেই ওই ব্যক্তিকে আটক করে আমেরিকান পুলিশ।
সূত্রের খবর, আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে,ধৃতের নাম উইলিয়াম ডিফুর। তিনি ২৬ বছর বয়সী। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, অপরাধমূলক ক্ষতি করা, অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ডিফুরের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগ নয়। রেকর্ড বলছে, গত এপ্রিলে হাইড পার্কের একটি ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানে ভাঙচুর করেছিসেন তিনি। সেই ঘটনায় দুই হাজার ডলারের বেশি ক্ষতি হয়। তিনি আদালতে দোষ স্বীকার করেছিলেন। ওই ঘটনায় শেষ পাওয়া খবর অনুসারে, আদালত ডিফুরকে ২ বছরের জন্য একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার নির্দেশ দিয়েছে। তাঁকে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ৫৫০ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় ডিফুরের মোটিভ বোঝার চেষ্টা করছে পুলিশ।
এদিকে, অশান্তি, অস্থিরতা পিছু ছাড়ছে না ভেনেজুয়েলার। সে দেশে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে ডেলসি রডরিগেজ শপথ নেওয়ার পর, ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে নতুন করে সংঘর্ষের খবর মিলেছে। সংবাদ সংস্থা AFP সূত্রে খবর, প্রেসিডেন্টের প্যালেসের ওপর দিয়ে কিছু অজ্ঞাত ড্রোন উড়ে আসতে দেখে নিরাপত্তাবাহিনী গুলি চালায়। স্থানীয় সময় অনুযায়ী, ৫ জানুয়ারি, রাত ৮টা নাগাদ প্রেসিডেন্টের প্যালেসের কাছেই প্রায় ৪৫ মিনিট ধরে তীব্র গুলির লড়াই চলে। অজ্ঞাত ড্রোন ওড়ারও খবর এসেছে। কাদের মধ্যে সংঘর্ষ, কোন পরিস্থিতিতে সংঘর্ষ, ঠিক কী ঘটেছে, ভেনেজুয়েলা প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।






















