এক্সপ্লোর
Science News: বহুতলের দ্রুত ছোটে সময়, বয়সও বাড়ে তাড়াতাড়ি, কেন হয় এমন?
Time Facts: কেন হয় এমন, কী বলছে বিজ্ঞান? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

সময় কারও জন্য থেমে থাকে না ঠিকই। কিন্তু বহুতল এবং মাটির কাছাকাছি জায়গায় সময়ের গতি ভিন্ন হয় জানেন কি? এ নিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব তুলে ধরেছেন বিজ্ঞানীরা।
2/10

বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে, বহুতলের উপরে বাস করেন যাঁরা, তাঁদের জন্য় সময় দ্রুত দৌড়য়। অর্থাৎ মাটির কাছাকাছি বাস যাঁদের, তাঁদের তুলনায় বহুতলের লোকজনের বয়স বাড়ে তাড়াতাড়ি।
Published at : 18 Jan 2026 02:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















