West Bengal News Live: বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন?
West Bengal News Live Updates : দেখুন রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: রাজ্যে এসআইআর জল্পনার মধ্যেই হুঙ্কার শুভেন্দুর। অগস্টেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন? নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। কীভাবে চলবে সংশোধন। BLO-দের দেওয়া বইয়ে স্পষ্ট নির্দেশিকা। মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশে পলাতক BNP নেতা।উত্তমকুমার ব্রজবাসী, অঞ্জলি শীলের পর নিশিকান্ত দাস। বাংলাদেশি ইস্যুতে এবার পাল্টা পথে নামছে বিজেপি। রোহিঙ্গা ও বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ১৭ অগাস্ট থেকে পথে নেমে আন্দোলন। ঘোষণা শুভেন্দু অধিকারীর। TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। ঘোষিত কর্মসূচি, পরীক্ষা নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদ। কার্গিল দিবসে শহিদ স্মরণ।নিম্নচাপ ঢুকল ঝাড়খণ্ডে, বঙ্গে আজ থেকে কমবে বৃষ্টি।
Dilip Ghosh: ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
Operations Sindoor : এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে মডিউল চালু করতে চলেছে NCERT
এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে মডিউল চালু করতে চলেছে NCERT. সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, শিক্ষার্থীদের ওয়াকিবহাল করতেই এই বিশেষ উদ্যোগ। মূলত দুটি মডিউল প্রস্তুত করা হচ্ছে। প্রথমটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়াদের জন্য। এবার পাশাপাশি অপর মডিউলটি থাকছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। ৮ থেকে ১০ পৃষ্ঠার বর্ণনায় থাকবে, 'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনার কর্মদক্ষতা আর মাহাত্মর কথা। মূলত, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে, সংঘর্ষে কীভাবে ইসলামাবাদকে নাস্তানুবাদ করেছিল ভারতের সামরিক বাহিনী, তা স্কুল পড়ুয়াদেরও নজরে আনতেই এই বিশেষ মডিউল তৈরি হতে চলেছে।






















