‘মিসাইল ম্যান’-এর জন্মদিবসে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর
‘মিসাইল ম্যান’- এর জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
ট্যুইট করেন প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান বেঙ্কাইয়া নাইডুও। লেখেন, ‘ভারতীয় প্রতিরক্ষায় তাঁর অবদানের অনস্বীকার্য।’डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उन्होंने 21वीं सदी के सक्षम और समर्थ भारत का सपना देखा और इस दिशा में अपना विशिष्ट योगदान दिया। उनका आदर्श जीवन देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।
India salutes Dr. APJ Abdul Kalam Ji on his Jayanti. pic.twitter.com/PPgPrkqQRG — Narendra Modi (@narendramodi) October 15, 2019
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লেখেন, ‘তিনি ‘মানুষের রাষ্ট্রপতি’ ছিলেন। মানুষ আজীবন তাঁকে মনে রাখবেন। জন্মদিবসে তাঁকে সম্মান।’I join the nation in remembering former President of India, Dr. A.P.J. Abdul Kalam on his birth anniversary today. Known as missile man of India, Dr Kalam made innumerable contributions to Indian defence. #APJAbdulKalam pic.twitter.com/E0KqFiLx4g
— VicePresidentOfIndia (@VPSecretariat) October 15, 2019
Remembering former President of India and a phenomenal scientist, Dr. APJ Abdul Kalam on his birth anniversary. He was a people’s president who would continue to live in the hearts and minds of the people of India. I bow to him on his jayanti.
— Rajnath Singh (@rajnathsingh) October 15, 2019
‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেন’ (ডিআরডিও) ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসনের (ইসরো) সঙ্গে জীবনের অনেকটা সময় যুক্ত ছিলেন আবদুল কালাম। ব্যক্তিগত জীবনে বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। ২০১৫ সালে আইআইএম শিলং-এ বক্তব্য চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতির।The birthday of Dr. A.P.J Abdul Kalam - The most popular President of India -is celebrated as #WorldStudentsDay . He was a real teacher & loved students & even died while delivering a lecture at the Indian Inst. of Management Shillong. My tributes to the #BharatRatna #Abdulkalam pic.twitter.com/MrhJWz4Vb9
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 15, 2019