চিফস অফ স্টাফ কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত
এই শেষবার, সিওএসসি-র চেয়ারম্যানের পদে কেউ আসীন হতে চলেছে।

নয়াদিল্লি: শুক্রবার ভারতীয় সামরিক বাহিনীর চিফস অফ স্টাফ কমিটি (সিওএসসি)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। চলতি মাসের শেষেই অবসর গ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান তথা বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন রাওয়াত। ২০১২ সালে নরেশ চন্দ্র টাস্ক ফোর্সের সুপারিশ মেনে সামরিক বাহিনীর তিন প্রধানদের নিয়ে তৈরি হয় এই সিওএসসি। সিনিয়রিটির ভিত্তিতে এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সেই অনুযায়ী, এই কমিটির চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন ধানোয়া। এখন তিনি অবসর গ্রহণের পর সবচেয়ে সিনিয়র সদস্য হিসেবে এই কমিটর শীর্ষে বসতে চলেছেন রাওয়াত। এই শেষবার, সিওএসসি-র চেয়ারম্যানের পদে কেউ আসীন হতে চলেছে। কারণ, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে অধিক সমন্বয়য়ের জন্য পৃথক চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদ গঠন করা হবে। স্বাধীনতা দিবসের ভাষণে সেই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে, সিডিএস পদ গঠনের প্রথম দাবি ওঠে কার্গিল যুদ্ধের পর। এদিকে, ইতিমধ্যেই সিডিএস পদের প্রার্থী বাছাইয়ের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সূত্রের খবর, এই পদের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান সেনাপ্রধান। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন দায়িত্বের কথা ভেবে আগে থেকেই বিভিন্ন ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন রাওয়াত।






















