Aryan Khan-Ananya WhatsApp Chats: জামিন মামলার আগে 'ফাঁস' আরিয়ান-অনন্যার 'মাদক যোগের' হোয়াটসঅ্যাপ চ্যাট
আরিয়ান-অনন্যার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবিও ফাঁস হয়েছে
![Aryan Khan-Ananya WhatsApp Chats: জামিন মামলার আগে 'ফাঁস' আরিয়ান-অনন্যার 'মাদক যোগের' হোয়াটসঅ্যাপ চ্যাট Aryan Khan Ananya Pandey WhatsApp Chats Mumbai Drug Case Chat ncb investigation drug dealer Aryan Khan-Ananya WhatsApp Chats: জামিন মামলার আগে 'ফাঁস' আরিয়ান-অনন্যার 'মাদক যোগের' হোয়াটসঅ্যাপ চ্যাট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/26/b6764b31baa82fcb5eabcdef3362f5e3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মুম্বইয়ে ক্রুজ মাদককাণ্ডে এবার বিস্ফোরক তথ্য ফাঁস। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে এল আরিয়ান খান, অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ চ্যাট। সেই ছবি 'ফাঁস'ও হয়েছে বলে খবর। এনসিবি জানাচ্ছে, এই চ্যাটের মাধ্যমে বেশ কিছু বিস্ফোরক তথ্যও হাতে এসেছে। সূত্রের খবর, এই চ্যাটে আরিয়ান খান ও অনন্যার মধ্যে মাদক লেনদেনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও গ্রেফতারের পর আরিয়ান স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছিলেন এনসিবি তাঁর চ্যাটের ভুল ব্যাখ্যা করছে। কিন্তু এই চ্যাট প্রকাশ্যে এনে সেই অভিযোগকেই খণ্ডাতে চাইছে এনসিবি, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
এদিকে, মুম্বইয়ে ক্রুজ মাদককাণ্ডে ধৃত শাহরুখ খানের পুত্র আরিয়ানের জামিনের আবেদন নিয়ে আজ বম্বে হাইকোর্টে শুনানি। আরিয়ান খানের আইনজীবীরা গত ২১ অক্টোবর বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। তখনই বিচারপতিরা জানিয়ে দেন, আজ, শুনানি হবে। সূত্রের খবর, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আজ আরিয়ানের জামিনের আবেদনের শুনানিতে অংশ নিতে পারেন। এর আগে নিম্ন আদালতে একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে। ওই মাদককাণ্ডে ধৃত আরবাজ মার্চেন্ট ও আরও ২ অভিযুক্তর আইনজীবীরা আজ বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানাতে পারেন।
হোয়াটসঅ্যাপের চ্যাটের একাংশ প্রকাশ্যে এনেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু কথোপকথন।
আরও পড়ুন, মধ্যরাতে দিল্লিতে পৌঁছলেন সমীর ওয়াংখেড়ে, 'তোলাবাজির অভিযোগের সঙ্গে যোগ নেই', দাবি NCB কর্তার
কী লেখা রয়েছে সেই চ্যাটে?
অনন্যা- এখন আমিও এই কথোপকথনে আছি
আরিয়ান- তুমি কি উইড (গাঁজা) কিনেছ?
অনন্যা- আমি পেয়েছি
আরিয়ান- গাঁজা তো?
অনন্যা- এর চাহিদা আছে
আরিয়ান- আমি তোমার কাছ থেকে গোপনে নিয়ে নেব
অনন্যা- আচ্ছা
অন্যদিকে, এনসিবির জিজ্ঞাসাবাদে মাদক নেওয়া বা আরিয়ান খানকে মাদক জোগানের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনন্যা, এমনটাই সূত্রের খবর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)