Asaduddin Owaisi : 'সড়কছাপ আদমি', আসিম মুনিরকে তুলোধনা ওয়েইসির; 'আমাদের এটাও বুঝতে হবে যে...'
India-Pakistan Relations: ভারত, ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, কোনও পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করা হবে না।

নয়াদিল্লি : আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির বলেছেন, "আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা দেখি যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।" তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মুনিরকে আক্রমণ করে বললেন, 'সড়কছাপ আদমি'।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইসি বলেন, "পাকিস্তান সেনা প্রধানের শব্দ এবং তাঁর হুমকি নিন্দনীয়। যেটা দুর্ভাগ্যজনক সেটা হল যে, এটা আমেরিকার মাটি থেকে ঘটছে। যারা ভারতের কৌশলগত সঙ্গী।" পাকিস্তান সেনা প্রধানের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে ওয়েইসির বক্তব্য, "উনি সড়কছাপ আদমির মতো কথা বলছেন। আমাদের এটাও বুঝতে হবে যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের রাষ্ট্রের কাছ থেকে আমরা যে ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছি, তাতে আমাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি।"
#WATCH | Delhi: On Pakistan Army Chief Asim Munir’s nuclear threat, AIMIM MP Asaduddin Owaisi says, "Pakistan Army Chief's words and his threats are condemnable. What's unfortunate is that this is happening from the US, which is India's strategic partner. He is speaking like a… pic.twitter.com/tyje89ai0e
— ANI (@ANI) August 12, 2025
এদিকে আসিম মুনিরের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। মুনিরের মন্তব্যকে "পারমাণবিক বোমার বিস্ফোরণ পাকিস্তানের মূলধন" বলে সুর চড়িয়েছে ভারত। পাকিস্তানের দৈনিক 'ডন' অনুযায়ী, ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি-আমেরিকান সম্প্রদায়ের সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মুনির বলেন, "আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব, আর যখন তারা তা করবে, আমরা তা ধ্বংস করব... সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। নদী থামানোর ভারতীয় পরিকল্পনা বাতিল করার জন্য আমাদের সম্পদের কোনও অভাব নেই।"
ভারত, ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, কোনও পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করা হবে না। এই পরিস্থিতিতে মুনিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়েছে। MEA বিবৃতিতে এও বলা হয়েছে, "ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করা হবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।"





















