এক্সপ্লোর
Advertisement
ওয়েইসি আরেক জিন্না! শুধু রোহিঙ্গাদের মদত দেন, খোঁচা বিজেপি এমপি তেজস্বীর
বিজেপির যুব মোর্চার প্রধানের বক্তব্য়, “ওয়েইসির পক্ষে প্রতিটি ভোট, ভারতের বিরুদ্ধে ভোট হিসেবে বিবেচিত হবে। জিন্না যেভাবে মুসলিম তত্ত্ব, ভেদাভেদের প্রচার করতেন, তেমনটাই করে থাকে ওয়েইসি। আকবরউদ্দিন, আসাউদ্দিন ওয়েইসির মুখে উন্নয়নের কথা হাস্য়কর। কারণ, পুরনো হায়দরাবাদে তারা উন্নয়নের বদলে রোহিঙ্গা মুসলিমদের মদত দিয়েছে।“
তেলঙ্গানা: মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসিকে পাকিস্তানের কয়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার অবতার বলে আক্রমণ করলেন বিজেপি যুব মোর্চার প্রধান তেজস্বী সূর্য।
সোমবার লোকসভা সাংসদ তেজস্বী বলেন, “তেলঙ্গানার মানুষ উন্নয়নের জন্য় ভোট দেবে। সাধারণ মানুষের পরিবারতন্ত্রের রাজনীতি ত্যাগ করা উচিৎ। সাধারণ মানুষই কাশ্মীরে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিকে পাকাপাকিভাবে কোয়ারান্টিনে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০টি স্মার্ট সিটি তৈরির উদ্য়োগ নিয়েছেন। তেলঙ্গানার জন্য় যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার কী হল? মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি আসলে মহম্মদ আলি জিন্নার নতুন অবতার।“ তেজস্বীর কথায়, “মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যেকে ইস্তানবুল বানাতে চাইছেন। তুরস্ক একশো শতাংশ মুসলিম দেশ। তুরস্কের প্রেসিডেন্ট আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে। মিম হায়দরাবাদকে পাকিস্তানের হায়দরাবাদ করে তুলতে চাইছে। আমরা হায়দরাবাদকে ভাগ্যনগর করে তুলব, ইস্তানবুল নয়।“
বিজেপির যুব মোর্চার প্রধানের বক্তব্য়, “ওয়েইসির পক্ষে প্রতিটি ভোট, ভারতের বিরুদ্ধে ভোট হিসেবে বিবেচিত হবে। জিন্না যেভাবে মুসলিম তত্ত্ব, ভেদাভেদের প্রচার করতেন, তেমনটাই করে থাকে ওয়েইসি। আকবরউদ্দিন, আসাউদ্দিন ওয়েইসির মুখে উন্নয়নের কথা হাস্য়কর। কারণ, পুরনো হায়দরাবাদে তারা উন্নয়নের বদলে রোহিঙ্গা মুসলিমদের মদত দিয়েছে।“
এদিকে সোমবার মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি প্রশ্ন তোলেন, “ ভোটার তালিকায় ৩০ হাজার রোহিঙ্গার নাম আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছেন? ঘুমাচ্ছেন? কীভাবে ৩০-৪০ হাজার রোহিঙ্গার নাম ভোটার তালিকায় এলো সেটা দেখা কী তার দায়িত্বের মধ্য়ে পড়ে না? বিজেপি স্বচ্ছ দল হলে আগামীকালের মধ্য়ে এমন এক হাজার নাম প্রকাশ করবে। “
অন্য়দিকে হায়দরাবাদে একমাত্র পরিবর্তন আনতে পারে বিজেপি বলে মত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণের। আগামী ১ ডিসেম্বর হায়দরাবাদ মিউনিসিপ্য়াল কর্পোরেশনের ভোট। ভোট গণনা ৪ ডিসেম্বর। তার আগে বিজেপির বার্তা, আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দিন। হায়দরাবাদে পরিবর্তন হলে তার হাত ধরে তেলেঙ্গানায় পরিবর্তন আসবে। বিজেপি হায়দরাবাদকে আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তুলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement