এক্সপ্লোর
কিষাণগঞ্জ বিধানসভা উপ-নির্বাচন জয়ের পথে ওয়েইসির এআইএমআইএম
কিষাণগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে দলের প্রার্থী কামরুল হোডা প্রায় জয় নিশ্চিত করে ফেলেছেন।

পটনা: বিহারে অবশেষে নিজেদের জমি পেতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুললিমীন (এআইএমআইএম)। কিষাণগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে দলের প্রার্থী কামরুল হোডা প্রায় জয় নিশ্চিত করে ফেলেছেন। একটা সময়ে দলের মধ্যেই বিদ্রোহের শিকার হওয়া থেকে উপ-নির্বাচনের কালো ঘোড়া হয়ে উঠেছেন কামরুল। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুইটি সিংহের থেকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে কামরুল। আরেক প্রার্থী কংগ্রেসের সঈদা বানোর জামানত বাজেয়াপ্ত হওয়ার পথে। প্রসঙ্গত, কিষাণগঞ্জের কংগ্রেস বিধায়ক মহম্মদ জাভেদ গত লোকসভা নির্বাচনে জিতে সংসদে যাওয়ায় তাঁর মা সঈদাকে প্রার্থী করেছিল দল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















