![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ayodhya Ram Mandir : রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ থাকবে মদ-মাংসের দোকান, ছুটি থাকবে স্কুল-কলেজ, কোথায় ?
Ayodhya Ram Mandir Inauguration: কয়েকটি রাজ্যে বন্ধ থাকছে মদ বিক্রি । আর কিছু জায়গায় মাংসের দোকান অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![Ayodhya Ram Mandir : রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ থাকবে মদ-মাংসের দোকান, ছুটি থাকবে স্কুল-কলেজ, কোথায় ? Ayodhya Ram Mandir Meat Liquor Shop To Be closed in few states school to observe holiday Ayodhya Ram Mandir : রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ থাকবে মদ-মাংসের দোকান, ছুটি থাকবে স্কুল-কলেজ, কোথায় ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/17/737d1acaa66c0cde52b86e5e4746d53f170547413757753_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ক্রমেই চড়ছে উন্মাদনা। সারা দেশের চোখ সেদিন থাকবে অযোধ্যার দিকেই। রামলালার অভিষেকের দিন দেশের বেশ কয়েকটি রাজ্য ছুটি ঘোষণা করে দিয়েছে। কয়েকটি রাজ্যে বন্ধ থাকছে মদ বিক্রি । আর কিছু জায়গায় মাংসের দোকান অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইনদৌরের মেয়র পুষ্যমিত্র ভার্গব ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠানের দিন, সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আধিকারিকদের কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
प्रभु श्रीराम के अयोध्या आने की खुशी में इंदौर के सभी मॉल, होटल, स्कूल और संस्थान सजना शुरू हो गए हैं।#ShriRamMandir #Ayodhya pic.twitter.com/vwPekz2bMX
— Pushyamitra Bhargav (@advpushyamitra) January 14, 2024
কয়েকটি রাজ্য আবার এদিন ছুটি ঘোষণা করেছে।
উত্তর প্রদেশ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে ২২ জানুয়ারি উত্তর প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর । এছাড়াও,ওই দিন রাজ্য জুড়ে মদের দোকানও বন্ধ থাকবে।
মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ২২ জানুয়ারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন। ওই দিনটিকে উৎসবের মতো উদযাপন করার ডাক দিয়েছেন তিনি। সেদিন ওই রাজ্যে ড্রাই-ডে পালন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়া
সূত্রের খবর, গোয়া সরকারও ২২ জানুয়ারি সরকারি কর্মচারী এবং স্কুলগুলিতে জন্য ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার বৈঠকের পরে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত বলেন,স্কুলের পাশাপাশি সরকারি কর্মচারীদেরও ছুটি থাকবে।
ছত্তীসগড়
ছত্তীসগড় সরকার অযোধ্যার রাম মন্দিরে নতুন মূর্তির অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য সমস্ত রাজ্য সরকারি স্কুল এবং কলেজগুলিতে ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনটিতে তাঁর দল সংহতি মিছিল বের করবে। কলকাতার হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে। সব ধর্মের মানুষকে সংহতি মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি ব্লকে ব্লকেও হবে তৃণমূলের সম্প্রীতি মিছিল, ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন :
হাতে আর ৫ দিন, নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠায় স্থগিতাদেশ চেয়ে মামলা হল আদালতে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)