Ayodhya Ram Mandir: উদ্বোধনের পরের দিনেই ৩ কোটির অনুদান রাম মন্দিরে, কারা দিলেন ?
Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের পরেই ৩ কোটি টাকার অনুদান জমা পড়ল মন্দিরের কোষাগারে। উপচে পড়ছে ভক্তদের ভালবাসা। মন্দির চত্বরে অঢেল ভিড়।
কলকাতা: প্রাণ প্রতিষ্ঠার পরের দিন থেকেই মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়। এত বিপুল দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে বাধ্য হয়েই মন্দিরের দরজা বন্ধ করতে হয়েছিল রাম মন্দির কর্তৃপক্ষকে। তাছাড়া রামলালার দর্শনের সময়েও আনতে হয়েছে বদল। এবার মন্দিরের (Ayodhya Ram Mandir) কোষাগারে উপচে পড়ল ভক্তদের ভালবাসা। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই অনলাইনে জমা পড়ল ৩ কোটি টাকার অনুদান।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি অনিল মিশ্র জানিয়েছেন মন্দির উদ্বোধনের পরে মোট ১০টি অনুদান কাউন্টার খোলা হয়েছে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) চত্বরে। এই ট্রাস্টি মূলত রাম মন্দিরের নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত। সোমবার মন্দির উদ্বোধনের পর মঙ্গলবার সেই সমস্ত কাউন্টারে ভক্তরা অনুদান দিতে শুরু করেন। কেউ কেউ নগদে দেন, কেউ আবার অনলাইনে অনুদান পাঠান। আর সব মিলিয়েই সেই অনুদানের অঙ্ক দাঁড়ায় ৩.১৭ কোটি টাকা। অনিল মিশ্র এও জানিয়েছেন যে মঙ্গলবার প্রায় ৫ লক্ষ ভক্ত রামলালার দর্শনে হাজির হয়েছিলেন রাম মন্দিরে এবং বুধবারেও এই সংখ্যাটা একই থেকেছে প্রায়। তিনি জানান, প্রত্যেক দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে রামলালার দর্শন করতে পারেন, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যারা কাউন্টারে ক্যাশে অনুদান দিচ্ছেন, তার হিসেব প্রতি সোমবার করা হবে বলেও তাঁর তরফে জানা গিয়েছে।
অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় আধিকারিক দত্তাত্রেয় হোসাবলে সংঘকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা সকলে মিলে অযোধ্যা মন্দির (Ayodhya Ram Mandir) চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে এগিয়ে আসেন এবং দর্শনার্থীদের ভালভাবে রামলালার দর্শনে সাহায্য করেন।
রাম মন্দিরের প্রতিষ্ঠাকে ঘিরে জনমানসে উত্তেজনার পারদ তুঙ্গে। সম্প্রতি সাধ্বী ভাগবতী সরস্বতী নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি বক্তৃতায় রাম মন্দিরকে রাষ্ট্রীয় মন্দিরের সঙ্গে তুলনা করেন। তিনি জানান ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে।
আর এই অপেক্ষার বাঁধ যে কীভাবে ভেঙে পড়েছে ভক্তদের মনে, তা বোঝা যায় মন্দিরে (Ayodhya Ram Mandir) ভক্তদের অঢেল ভিড় দেখে। ভিড়ের চাপ সামলাতে না পেরে ব্যারিকেডও ভেঙে গিয়েছিল মঙ্গলবার, সামাল দিতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ। আর তারপরেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে রামলালার দর্শনের সময়ে বদল আনে রাম মন্দির কর্তৃপক্ষ।
উদ্বোধনের দিন আমন্ত্রিত ছিলেন, কিন্তু তার পরেই থাকতে না পেরে সাধারণ মানুষের মাঝে মিশে গিয়ে মুখ ঢেকে রামলালার দর্শনে গিয়েছিলেন অভিনেতা অনুপম খের। সেই ভিডিয়োও তাঁর সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্রীড়া, চলচ্চিত্র, রাজনীতি সর্বত্র এখন চর্চার বিষয় রাম মন্দির।