রামমন্দিরের পর অযোধ্যায় গড়ে উঠছে 'শ্রীরাম' আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থ বরাদ্দ ৫২৫ কোটি
আদিত্যনাথের আশা, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ওই বিমানবন্দরের কাজ শেষ হয়ে যাবে
লখনউ: রামমন্দিরের পর এবার অযোধ্যায় গড়ে উঠতে চলেছে আন্তর্জাতিক বিমানবন্দর। এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, শ্রীরামের নামের আদলে ওই বিমানবন্দরের নামকরণ করা হবে। এরজন্য ৫২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আদিত্যনাথের আশা, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ওই বিমানবন্দরের কাজ শেষ হয়ে যাবে।
রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, যোগী প্রশাসনের বিশ্বাস, রামমন্দিরের ফলে অযোধ্যা শহর আন্তর্জাতিক তকমা পাবে। সেখানে প্রচুর বিদেশি ভক্ত ও পর্যটক আসবেন। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসবেন। তাঁদের কথা মাথায় রেখেই শহরে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা প্রয়োজন।
বিমানন্দরের আন্তর্জাতিক তকমা পেতে শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন যোগী প্রশাসনের ওই কর্তা। তিনি বলেন, এই সংক্রান্ত একটি প্রস্তাব বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শীঘ্রই তাকে চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
ওই আধিকারিক আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিমানবন্দর তৈরির জন্য বরাদ্দ অর্থ থেকে ৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে। বিমানবন্দরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি, বিমানবন্দর সংলগ্ন আরও জমি অধিগ্রহণের চেষ্টা চলছে।
এদিকে, জানা গিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে রামমন্দির তৈরির কাজ শুরু হবে। ওইদিন মহালয়া, পিতৃপক্ষের অবসান হচ্ছে। ফলে, ওইদিনকে বাছা হয়েছে মন্দির নির্মাণের কাজ শুরুর জন্য। মন্দিরের ভিত তৈরির কাজ করতে চলেছে দেশের অন্যতম অগ্রগণ্য নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড ট্যুব্রো।
গত সপ্তাহে, মূল রামমন্দির ও রাম জন্মভূমি চত্বরের দুটি নকশাকে অনুমোদন দিয়েছে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগে, গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।