Bangladesh News: ইউনূসপন্থীদের চাপে এই পদক্ষেপ নিলেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের হিন্দু উপাচার্য !
Bangladesh Incident: শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে।
কলকাতা : বিদ্বেষের বিষ ছড়াচ্ছে বাংলাদেশে। এই আবহেই পদত্যাগ করলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। উপাচার্য-সহ কয়েকজন অধ্যাপকের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলছিল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অবশ্য বার্ধক্যজনিত কারণের উল্লেখ করেছেন পদত্যাগী উপাচার্য।
ছাত্রদের একাংশের দাবিতে, পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশের আরও এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
মাস চারের আগে, ছাত্র-আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তার পর থেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে। পদত্যাগ করতে বাধ্য হন একের পর কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ-অধ্যাপকরা। সম্প্রতি, আক্রান্ত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপক। এই অবহেই, চট্টগ্রামেরই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতেও শুরু হয় ছাত্র-বিক্ষোভ। শুক্রবার, নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের কাছে পাঠিয়ে দিলেন অনুপম সেন। যদিও পদত্যাগপত্রে তিনি, বার্ধক্যজনিত কারণের উল্লেখ করেছেন। আর, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ পদাধিকারীদের পদত্যাদের খবরে উল্লাসে ফেটে পড়ে বিক্ষোভকারী ছাত্ররা।
পদত্যাগী উপাচার্য অনুপম সেনের জন্ম চট্টগ্রামেই। তাঁর বাবা ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর করার পর বিদেশে গিয়ে PhD করেন অনুপম সেন। চার দশকেরও বেশি শিক্ষকতার জীবনে পেয়েছেন একুশে পদক। একাত্তরের মুক্তিযুদ্ধেও অংশ নেন অনুপম সেন। এই পদত্যাগী উপাচার্যকেই ‘স্বৈরাচারীদের মিত্র’ বলে তকমা দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা।
শিক্ষাঙ্গনে যেভাবে বিশৃঙ্খলতা চলছে, এখানে প্রশ্ন উঠছে, বাংলাদেশে আইন-শৃঙ্খলার রাশ কি সরকারের হাতে আছে? নাকি কট্টরপন্থীদের হাতে চলে গেছে ?
সন্ন্যাসী, আইনজীবী, সাংবাদিক থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। সংখ্য়ালঘুদের ওপর লাগাতার হামলার প্রতিবাদ করায় সম্প্রতি আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপক। অন্য়দিকে সমান তালে ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের বাড়ি থেকে মন্দির। মহম্মদ ইউনূস সরকারের মাথারা যখন বড় বড় দাবি করছেন, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এরকমই সব ভয়াবহ অত্যাচারের ছবি। ঢাকা থেকে চট্টগ্রাম...গোপালগঞ্জ...নীলফামারি থেকে সুনামগঞ্জ... ক্রমশন তালিকা বেড়েই চলেছে। সংখ্যালঘু হিন্দুদের উপর কীভাবে মৌলবাদীরা চাপ বাড়াচ্ছে, তা ইতিমধ্যেই ধরা পড়েছে বিভিন্ন ঘটনায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে