Bangladesh News: বঙ্গবন্ধুর পর বাংলাদেশে প্রাক্তন সাংসদের বাড়িতে 'হামলা', আওয়ামি লিগের কার্যালয়ে লেখা হল 'পাবলিক টয়লেট' !
Bangladesh Former Awami League MP House Attacked : বাংলাদেশে অরাজকতা অব্যাহত, আক্রমণের নিশানায় এবার কিশোরগঞ্জের আওয়ামি লিগ কার্যালয়

নয়াদিল্লি: বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার আওয়ামি লিগের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার অভিযোগ। নোয়াখালিতে আওয়ামি লিগ নেতা ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন। প্রাক্তন সাংসদের বাড়িতে চড়াও বিক্ষোভকারী ছাত্রনেতারা। বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, আগুন। বাংলাদেশে অরাজকতা অব্যাহত। আক্রমণের নিশানায় এবার কিশোরগঞ্জের আওয়ামি লিগ কার্যালয়। আওয়ামি লিগের কার্যালয়কে 'পাবলিক টয়লেট' ঘোষণা। ঘোষণা জেলার ছাত্রনেতাদের। পরিত্যক্ত কার্যালয়ের দেওয়ালে লেখা হল 'পাবলিক টয়লেট'। ভেঙে ফেলা হল শেখ মুজিবর রহমানের ম্যুরাল।
ফের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব। ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়িতে রাত পেরিয়ে সকালেও তাণ্ডব। সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর, ক্রেন, বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। বাড়ির চারতলা পর্যন্ত বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না, হুঁশিয়ারি মৌলবাদীদের। বঙ্গবন্ধুর বাড়ির দেওয়ালে বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লেখা হয়েছে, ‘স্বৈরাচারীরা সাবধান’।
রাতে ধানমণ্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আওয়ামি লিগ ও শেখ হাসিনার নামের ফলকও খুলে নেওয়া হয়েছে। চট্টগ্রামে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। খুলনায় শেখ হাসিনার আত্মীয়দের বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে স্বাধীনতা এনেছিলেন যিনি, সেই শেখ মুজিবের একের পর এক স্মৃতি ধ্বংস করা হচ্ছে পদ্মা পাড়ে। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইতিহাস। সেখানে, এদেশে যত্ন সহকারে রক্ষা করা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি। কলকাতায় যে হস্টেলে ছাত্রজীবনে কেটেছিল তরুণ মুজিবের, সেখানে এখনও সযত্নে রাখা তাঁর ব্য়বহৃত জিনিস।
বঙ্গবন্ধুর স্মৃতি আঁকড়ে রয়েছে, তাঁর কলেজও। স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকার কথা বলতে গিয়ে, শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মুক্তিযুদ্ধে আমার মেয়েরা যা দিয়েছে সেই ঋণ আমি কীভাবে শোধ করব? ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও। আর ঠিকানা লেখো ধানমণ্ডি ৩২…।
আরও পড়ুন, বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রতিবাদ করে প্রহৃত মহিলা ! প্রকাশ্য রাস্তায় ফেলে বেধড়ক মার..
বঙ্গবন্ধুর সমিরিতি বিজড়িত সেই ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িই এই ভাবে ভেঙে, গুঁড়িয়ে ধুলিসাৎ করে দেওয়া হল। বাংলাদেশের কট্টরপন্থীরা তাঁদের প্রাণপুরুষকেতাঁর ইতিহাসকে তাঁর স্বপ্নের দেশকে...তাঁর আদর্শকে এভাবেই মুছে ফেলতে চাইছে, তখন ঠিক উল্টো দিকে, এই ভারত, এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা, সেই মুজিবর রহমানের স্মৃতি সযত্নে লালন করে চলেছে।






















