Bangladesh News : আগরতলা সীমান্ত অবধি মিছিলের ডাক BNP-র, তার আগে পুলিশের জালে একাধিক বাংলাদেশি ও নাইজেরিয়ান
সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন নাইজেরিয়ানকে। ত্রিপুরার সিপাহীজলা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ধৃত ব্যক্তি।
প্রসেনজিৎ সাহা, আগরতলা : একদিকে যখন ঢাকায় চলছিল ভারত - বাংলাদেশ বিদেশ সচিবদের বৈঠক, তখনই সেখানে মাথাচাড়া দিয়ে উঠল ভারত-বিদ্বেষী জিগির। BNP-র ৩ টি সংগঠন আগরতলা সীমান্তে অভিযানের ডাক দিল ১১ ডিসেম্বর ! ত্রিপুরায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভের প্রতিবাদে বুধবার আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP-র ৩ সংগঠন। আর এই আবহেই আরও কড়া করা হয়েছে ত্রিপুরার নিরাপত্তা।
ত্রিপুরার সীমান্ত এলাকায় চলছে ক্রমাগত নজরদারি। গত কয়েকদিনে বারবার ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তাই যৌথ অভিযান চালাচ্ছে GRP, RPF, BSF ও পুলিশ। অভিযানে আটক করা হয়েছে একাধিক বাংলাদেশি অনুব্রবেশকারীকে। উত্তর ত্রিপুরার মাঙ্গরোলি থেকে ১৫ বছর বয়সি এক বাংলাদেশি কিশোরীকে আটক করে BSF জওয়ানরা। কাঁটাতারের বেড়া টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল সে। জানা গেছে, বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা ওই কিশোরী। অন্যদিকে ট্রেনে করে কলকাতা আসার সময়ে ২ বাংলাদেশিকে আটক করা হয়। দু'জনেই বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। তাদের সঙ্গে ২ শিশুও ছিল। পরে কিশোরী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
আগরতলা জিআরপি স্টেশনে মামলা দায়ের করা হয়েছে ৩ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন নাইজেরিয়ানকে। ত্রিপুরার সিপাহীজলা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ধৃত ব্যক্তি। BSF-কে দেখে পালানোর চেষ্টা করে সে। তাকে জিজ্ঞাসাবাদ করে ত্রিপুরার আমতলীর বাসিন্দা সুরজ প্রসাদ নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে BSF।
বুধবার বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সকাল ৮টা নাগাদ ঢাকার নয়া পল্টন এলাকায় BNP-র পার্টি অফিসের সামনে জমায়েত শুরু করবে বলে দ্য ডেইলি স্টার সূত্রে খবর। তারপর শুরু হবে পদযাত্রা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে পদযাত্রা শেষ হবে। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে ভিসা ও কনস্যুলেটের কাজ বন্ধ রয়েছে। যদিও আগরতলায় নিরাপদেই আছেন বলে জানিয়েছেন অ্য়াসিস্ট্যান্ট হাই কমিশনের কর্মীরা।
অন্যদিকে আবার নিউটাউনে শিলং পুলিশ অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কলকাতা থেকে। ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের ধরা হয়েছে। তিন বাংলাদেশির বিরুদ্ধেই শিলংয়ে একাধিক অভিযোগ রয়েছে বলেপুলিশ সূত্রে দাবি। অনেকদিন ধরেই তাদের খোঁজ চলছিল। অবশেষে মোবাইলের টাওয়ার লোকেশন-সহ বিভিন্ন সূত্র ধরে শিলং পুলিশ নিউটাউনের ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে তাদের ।
আরও পড়ুন, বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে