(Source: Poll of Polls)
Bangladesh Update: বাংলাদেশের অশান্তিতে সিঁদুরে মেঘ, সীমান্তে বাণিজ্য বন্ধে বিপুল ক্ষতির আশঙ্কা
India Bangladesh Border: এক রক্তক্ষয়ী আন্দোলন স্তিমিত হতে না হতেই আরেক রোষের দাবানল। ছাই চাপা ক্ষোভের বিস্ফোরণে ফের জ্বলল বাংলাদেশ।
কলকাতা: সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সীমান্তে বাণিজ্য় বন্ধ হয়ে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। ফের বাংলাদেশে (Bangladesh Update) অশান্তিতে সিঁদুরে মেঘ দেখছেন এপারের ব্য়বসায়ীরা। রবিবার থেকেই বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য। সোমবারের পরিস্থিতির পর মাথায় হাত এপারের ব্য়বসায়ীদের। এদিকে, ভারতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা।
সীমান্তে বাণিজ্য় বন্ধে ক্ষতি: এক রক্তক্ষয়ী আন্দোলন স্তিমিত হতে না হতেই আরেক রোষের দাবানল। ছাই চাপা ক্ষোভের বিস্ফোরণে ফের জ্বলল বাংলাদেশ। আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্য়াগ করে দেশ ছাড়তে বাধ্য় হলেন শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়তেই উল্লাসে মাতলেন আন্দোলনকারীরা। ওপার বাংলায় ফের অশান্তিতে মাথায় হাত এপার বাংলার ব্য়বসায়ীদের। এক্সপোর্ট অ্য়াসোসিয়েশনের সভাপতি মনোজকুমার কানু বলেন, "কালকে আমাদের আমদানি-রফতানি এক ঘণ্টা কম হয়েছে। ৬টার জায়গায় ৫টা অবধি হয়েছে। কালকে সন্ধে ৬টা থেকে কার্ফু লেগে গেছে আবার। বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ।'' বিপাকে পড়েছেন ব্য়বসা বা চিকিৎসার কারণে ভারতে আসা বাংলাদেশি নাগরিকরাও। চ্য়াংড়াবান্ধা এলাকায় বাংলাদেশের এক নাগরিক বলেন, আমার মা অসুস্থ, চিকিৎসার জন্য় এসেছি স্ত্রীকে নিয়ে। এখন কী করব কিছুই বুঝতে পারছি না। ভারতের আটকে গেছি। শুনছি খুন হয়েছে, আক্রমণ হচ্ছে। এখন কী করর দিশাহারা আমরা।
সেনার শাসনেও টানা অশান্তি বাংলাদেশে। সকালে ফের আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকায় জ্বলছে একের পর এক সরকারি বাসভবন, মন্ত্রীদের বাড়ি। বিকেলে বৈঠকে বসবে বিএনপি। সর্বদল ডাকলেন সেনাপ্রধান। অন্যদিকে বাংলাদেশ নিয়ে সংসদে সর্বদল বৈঠক করে কেন্দ্র। বিদেশমন্ত্রী জানান, বাংলাদেশে আটকে ১২ থেকে ১৩ হাজার ভারতীয়। সবাইকে বার করে আনার চেষ্টা চলছে, নজর রাখছে সরকার।
বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন দিশাহারা ভারতে আসা ওপারের নাগরিক এবং এপারের ব্য়বসায়ীরা। সামগ্রিকভাবে শান্তি রক্ষার আর্জি জানান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। গতকাল তিনি বলেন, "বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। কিন্তু, সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনও শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। শান্তিরক্ষার স্বার্থে আসুন ভারত একটা দেশ বাংলাদেশ একটা দেশ। পাশের দেশে একটা কিছু হলে পাশের দেশে প্রভাব পড়ে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh Update: ওপার বাংলায় সেনার শাসন, সেনা অভ্য়ুত্থানের ইতিহাস পদ্মাপাড়ের দেশে