কালীপুজোর চাঁদা আদায়ের নামে বরানগরে ‘তাণ্ডব’, ধাবায় ‘ভাঙচুর’, মালিককে ‘মারধর’
ধাবার মালিকের দাবি, কালীপুজোর নামে স্থানীয় ক্লাবের তরফে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়।

কলকাতা: কালীপুজোর আগে চাঁদার জুলুমবাজি। মোটা অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করায় তাণ্ডবের অভিযোগ। ধাবায় ঢুকে অবাধে ভাঙচুর। ধাবার মালিককে মারধর করা হয় বলেও অভিযোগ। বরানগরের আলমবাজারের ঘটনা। ধাবার মালিকের দাবি, কালীপুজোর নামে স্থানীয় ক্লাবের তরফে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ধাবায় ঢুকে তাণ্ডব চালান ক্লাবের সদস্যরা। অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময়, ধাবা থেকে তাঁদের সদস্যের উদ্দেশে কটূক্তি করা হয়। তা থেকেই অশান্তির সূত্রপাত। দু’পক্ষের হাতাহাতি হয় বলে দাবি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, সংঘর্ষে তাঁদের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন। বরানগর থানায় ধাবার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধাবার তরফে লিখিত অভিযোগ করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ক্লাবের তরফেও বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
