Rain Forecast : তীব্র গরমে স্বস্তির-আশা, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়
Bengal Weather Update : ইনিংসের শুরুতেই রীতিমতো চোখরাঙানি ৷ প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর
কলকাতা : আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়াও। তীব্র গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
ইনিংসের শুরুতেই রীতিমতো চোখরাঙানি ৷ প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। এই পরিস্থিতিতে, কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি আবহবিদরা জানিয়েছেন, প্রবল তাপের প্রভাবে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়তে থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন ; আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?
শনিবারই, তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি দিয়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়। তবে, একেবারে ভিন্ন ছবি জঙ্গলমহলের বাঁকুড়ায়। শেষবার বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারিতে। রীতিমতো দুর্বিষহ অবস্থা সেখানকার মানুষের। বাঁকুড়ার বাসিন্দা গৌতম দত্ত বলেন, এর আগে এত গরম দেখিনি। বৃষ্টি না হলে আরও সমস্যা হবে।
পড়শি জেলাকে গরমে টেক্কা দিচ্ছে পুরুলিয়াও। হাসফাঁস আবস্থা পশ্চিম বর্ধমানেরও ।
প্রসঙ্গত, বৈশাখের শুরুতেই রাজ্যে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, রাজ্যের এই পাঁচ জেলায় গতকাল তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। তার আগের দিনও রাজ্যের দুই জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল।
এদিকে দিনকয়েক আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসল। বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রশাসনের তরফে সাহায্য না মেলার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় পঞ্চায়েতের তরফে দেওয়া হয় দ্রুত সাহায্যের আশ্বাস। কোচবিহারে নাগাড়ে বৃষ্টি পাট চাষে ব্যাপক ক্ষতি।
এই পরিস্থিতিতে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে তা স্বস্তি নিয়ে আসবে।