Deltacron: সাইপ্রাসে করোনার নতুন স্ট্রেইন ‘ডেল্টাক্রন’!
Coronavirus Update: বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে করোনার আরও কয়েকটি ভ্যারিয়্যান্টের কথা শোনা যাচ্ছে। সাইপ্রাসে পাওয়া গিয়েছে নতুন স্ট্রেইন ‘ডেল্টাক্রন’।
নয়াদিল্লি: সাইপ্রাসে পাওয়া গেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইন। করোনার দুই স্ট্রেইন ডেল্টা ও ওমিক্রন মিলিয়ে নতুন এই স্ট্রেইনের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টাক্রন’। সারা বিশ্ব যখন করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন, তখন আরও একটি স্ট্রেইনের খবর উদ্বেগ বাড়িয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ডেল্টাক্রন নিয়ে আলোচনার মধ্যেই বিশেষজ্ঞদের একাংশের দাবি, এটি আসল স্ট্রেইন নয়।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়ডিয়স কস্ট্রিকিসই করোনার নতুন স্ট্রেইনের নাম দিয়েছেন ডেল্টাক্রন। তিনি জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ডেল্টাক্রনের মধ্যে। এখনও পর্যন্ত ২৫ জনের শরীরে ডেল্টাক্রনের লক্ষণ দেখা গিয়েছে।
এক সাক্ষাৎকারে অধ্যাপক কস্ট্রিকিস জানিয়েছেন, ‘আমরা এবার করোনা নতুন স্ট্রেইনটি পর্যালোচনা করব। এই স্ট্রেইনটি ছড়িয়ে পড়ছে কি না, সেদিকে নজর রাখতে হবে। আমরা ডেল্টাক্রন পরীক্ষা করে দেখব।’
ডেল্টাক্রনে যে ২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে, সে বিষয়ে তথ্য সংরক্ষণ করে রাখা হচ্ছে। একটি আন্তর্জাতিক সংস্থা এই তথ্য সংগ্রহ করে রাখছে।
ভায়রোলজিস্ট টম পিকক অবশ্য সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ‘ডেল্টাক্রন করোনাভাইরাসের আসল ভ্যারিয়্যান্ট না-ও হতে পারে। এটি ভাইরাসের দূষিত হওয়ার ফলও হতে পারে। যখন নতুন ভ্যারিয়্যান্ট আসে, তখন দূষণ অসম্ভব নয়। তাই ডেল্টাক্রনের উপর আমাদের নজর রাখতে হবে। আমার মনে হচ্ছে, ডেল্টাক্রন দূষণেরই ফল।’
করোনার নতুন স্ট্রেইনটির নাম ডেল্টাক্রন দেওয়া হলেও, সরকারিভাবে অবশ্য এই নামটি স্বীকৃত নয়। এর আগে ডেল্টা, ওমিক্রন মিশিয়ে দেওয়া নাম ‘ডেলমিক্রন’ জনপ্রিয় হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নাম দেয়নি। ওমিক্রনের পর নতুন কোনও স্ট্রেইনকে সরকারিভাবে স্বীকৃতিও দেওয়া হয়নি।
সম্প্রতি করোনার নতুন একটি স্ট্রেইন ‘আইএইচইউ’ পাওয়া গিয়েছে। গত বছরের নভেম্বরে প্রথমবার ওমিক্রন ও আইএইচইউ পাওয়া যায়। তবে আইএইচইউ-এর তুলনায় ওমিক্রনের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি ইজরায়েলে পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ‘ফ্লোরোনা’। করোনা ও জ্বরের জোড়া সংক্রমণ হচ্ছে বলে জানা গিয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )