Paschim Bardhaman: বেহাল রাস্তায় ধানের চারা, ছাড়া হল মাছও
Durgapur News: প্রশাসনকে দীর্ঘদিন ধরে বলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এবার অভিনবের প্রতিবাদের রাস্তায় হাঁটল বিজেপি।
![Paschim Bardhaman: বেহাল রাস্তায় ধানের চারা, ছাড়া হল মাছও paschim bardhaman, durgapur, bjp protest against bad road condition in an unique way Paschim Bardhaman: বেহাল রাস্তায় ধানের চারা, ছাড়া হল মাছও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/b2be4f4de74ba4d207bf0571314bc0851661170287321385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সামান্য বৃষ্টিতেই গোড়ালি সমান জল। আরও কিছুক্ষণ যদি বৃষ্টি হয়, তাহলে সেটাই হয়ে যায় হাঁটুসমান জল। স্থানীয়রা বলছেন বর্ষাকালে এটাই চেনা ছবি দুর্গাপুর পুর এলাকায় রাস্তার। প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। এবার অভিনবের প্রতিবাদের রাস্তায় হাঁটল বিজেপি (BJP)। রাস্তায় যে গর্ত তৈরি হয়েছে, সেখানে বৃষ্টির কারণে জল জমেছিল। সেখানেই মাছ ছাড়লেন বিজেপি কর্মীরা। এতেই শেষ নয়, অস্ত্র ছিল ধানের চারাও। ভাঙাচোরা রাস্তায় পোঁতা হয়েছে ধানের চারাও। আর এই ঘটনায় শুরু হয়েছে তুমুল শাসক-বিরোধী তরজা।
বেহাল রাস্তা:
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর (Durgapur) পুরসভা। সেখানেই ২৩, ২৪ ও ৩০ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গিয়েছে লেনিন সরণী। ওই এলাকার উপর দিয়ে যাওয়া রাস্তার ৪ কিলোমিটার অংশ বেহাল। অথচ ওই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিত্যযাত্রীদের ব্যবহারের জন্য তো বটেই। এর উপরেই রয়েছে স্কুল, সরকারি কলেজ, থানা ও বেশকিছু গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে। কিন্তু ওই এলাকার রাস্তা কোনওভাবেই ঠিক করা হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও পুরসভাকে জানালেও কোনও কাজ হয়নি। রাস্তা খারাপ থাকায় যাতায়াতে অনেক সময় লাগে। গাড়ি-বাইক খারাপ হয়ে যায়। প্রায়শই ছোট-বড় দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুরের মতো শহরে সামান্য বৃষ্টি হলেই জলে ভেসে যায় রাস্তা।
আসরে বিজেপি:
বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করেই সোমবার পথে নামে বিজেপি। রাস্তায় ধানের চারা পুঁতে, মাছ ছেড়ে দেখানো হয় প্রতিবাদ। দুর্গাপুর পুরসভার মেয়াদ প্রায় শেষের মুখে। তার আগে এভাবেই নাগরিক সমস্যাকে হাতিয়ার করে রাস্তায় নামল বিজেপি। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 'দ্রুত রাস্তা সংস্কারে না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বিজেপি নেতা ও কর্মীরা।'
একই সুরে প্রতিবাদ বামেদের:
বিজেপির প্রতিবাদের কারণকে সমর্থন করেছে জেলা সিপিএম (CPIM) নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, 'আমরাও অনেক আন্দোলন করেছি।'
পাল্টা কটাক্ষ তৃণমূলের:
রাস্তার সমস্যার কথা মেনে নিলেও বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দুর্গাপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল নেতা দেবব্রত সাঁই বলেন, 'টেকনিক্যাল ফল্ট আছে, অনেকবার ঠিক করা হয়েছে। ভোট দেখে লাফিয়ে পড়েছে বিজেপি।'
আগামী ৬ সেপ্টেম্বর মেয়াদ শেষ হচ্ছে দুর্গাপুর পুরসভার। রাজনৈতিক মহলের মত, ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, এখন থেকেই অনুন্নয়ন অস্ত্রে শান দিয়ে রেখে নির্বাচনে লড়তে চাইছে পদ্ম-শিবির।
আরও পড়ুন: ইউনেস্কো-র সম্মানে মিছিল ১ সেপ্টেম্বর, পুজো নিয়ে একঝাঁক ঘোষণা মুখ্যমন্ত্রীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)