এক্সপ্লোর
Advertisement
পুজোর মুখে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ!তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার নিউ জলপাইগুড়ি স্টেশন
তৃণমূল করায় কাজ থেকে ছাঁটাইয়ের অভিযোগ রেলের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। এ নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে হাতাহাতি। স্টেশন চত্বর ও পাশে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর। সংঘর্ষে আহত ২।
জলপাইগুড়ি: পুজোর মুখে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ!তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার নিউ জলপাইগুড়ি স্টেশন!লাঠি হাতে মারমুখী কাজ হারানো শ্রমিকরা!ব্যাপক ভাঙচুর স্টেশন চত্বরে!হামলা তৃণমূলের পার্টি অফিসেও। রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনের ট্যাঙ্কে জল ভরার জন্য শুক্রবার থেকে কাজ শুরু করেছে নতুন ঠিকাদার সংস্থা।
তৃণমূলের শ্রমিক সংগঠনের অভিযোগ, তাঁদের সদস্য সমস্ত পুরনো কর্মীকে ছাঁটাই করে বিজেপি সমর্থকদের নিয়োগ করেছে ঠিকাদার সংস্থা। এর প্রতিবাদে প্রথমে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি। এরপরই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
লাঠি হাতে একে অন্যের উপর চড়াও হয়।
একসময় বিজেপি সমর্থিত নতুন ঠিকা কর্মীরা তাড়া করলে, স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে ঢুকে যান পুরনো ঠিকা কর্মীরা। এরপর সেখানে চড়াও হয় বিজেপি। ভাঙচুর করা হয় পার্টি অফিস।
স্টেশনে তাণ্ডব চলার সময় দু-একজনের হাতে তৃণমূলের পতাকাও দেখা যায়।যদিও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন।
অন্যদিকে গণ্ডগোলের জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলছে বিজেপি ও ঠিকাদার সংস্থা।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। এক পুলিশ কর্মী-সহ ৬ জন জখম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement