Saraswati Puja 2022: 'শিক্ষা দাও, দাও সংস্কৃতি' সরস্বতী পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, বসন্তপঞ্চমীর অভিনন্দন প্রধানমন্ত্রীরও
Saraswati Puja 2022: সরস্বতী পুজো উপলক্ষে ট্যুইট করে সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ আজ পুণ্যতিথিতে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যা। ট্যুইটারে তিনি লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী / শিক্ষা দাও,দাও সংস্কৃতি’
‘মন ভরে দিও আলো / বসন্তের দীপ জ্বালো’
‘বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন’
এভাবেই সরস্বতী পুজো উপলক্ষে ট্যুইট করে সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিদ্যাদেবী সরস্বতী
— Mamata Banerjee (@MamataOfficial) February 5, 2022
শিক্ষা দাও,দাও সংস্কৃতি
মন ভরে দিও আলো
বসন্তের দীপ জ্বালো
বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন
ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ' দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা। মা সারদার আশীর্বাদ সকলের সাথে থাকুক এবং ঋতুরাজ বসন্ত সবার জীবনে আনন্দ বয়ে আনুক।ট
सभी देशवासियों को बसंत पंचमी और सरस्वती पूजा की ढेरों शुभकामनाएं। मां शारदा की कृपा आप सभी पर बनी रहे और ऋतुराज बसंत हर किसी के जीवन में हर्षोल्लास लेकर आए।
— Narendra Modi (@narendramodi) February 5, 2022
শ্রীপঞ্চমীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। ' সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। বসন্তের আগমন সকল দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য এবং বিদ্যার দেবী সরস্বতী সকলের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করুক এই কামনা করি।' লিখেছেন তিনি।
बसंत पंचमी और सरस्वती पूजा के शुभ अवसर पर सभी देशवासियों को मेरी हार्दिक शुभकामनाएं। मैं कामना करता हूँ कि बसंत का आगमन सभी देशवासियों के जीवन में सुख, समृद्धि और उत्तम स्वास्थ्य का संचार करे तथा विद्या की देवी मां सरस्वती सभी के जीवन को ज्ञान के प्रकाश से आलोकित करें।
— President of India (@rashtrapatibhvn) February 5, 2022
রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷ বাণী বন্দনাকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে তরুণ-তরুণীরা। স্টাইল স্টেটমেন্টে জুড়ে গেছে ম্যাচিং মাস্ক৷






















