Siliguri: শিলিগুড়ি থেকে বাজেয়াপ্ত ২ কোটি টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ট্রাকচালক
Siliguri News: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শিলিগুড়ির ঝংকার মোড় থেকে উত্তরপ্রদেশে বাসিন্দা এক ট্রাকচালককে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে ২ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
সনৎ ঝা, শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মাদক পাচারের খবর পেয়ে গতকাল শিলিগুড়ির ঝংকার মোড়ে অভিযান চালায় পুলিশ। অশোক কুমার গৌর নামে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়। সে উত্তরপ্রদেশের বাসিন্দা। তার কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম ব্রাউন সুপার বাজেয়াপ্ত করা হয়েছে। এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কয়েকদিন আগে পূর্ব বর্ধমানে মাদক তৈরির কারখানার হদিশ পাওয়া যায়। বর্ধমান শহর থেকে উদ্ধার করা হয় প্রায় ৬৫ কোটি টাকার হেরোইন। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। ধৃতদের মধ্যে ২ জন ওড়িশা ও ২ জন মণিপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, হেরোইন তৈরি থেকে শুরু করে পাচার, সবটাই করত এই চক্র। মাদক তৈরির কাঁচামাল আনা হত মণিপুর থেকে। এরপর বর্ধমান শহরের শ্রীপল্লির একটি বাড়িতে কারখানা খুলে তৈরি করা হচ্ছিল হেরোইনের মতো মাদক। অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ কিলোগ্রাম মাদক উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। উদ্ধার হয়েছে ২০ লক্ষ ১০ হাজার ১০০ টাকা। টাকা গোনার যন্ত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ। চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘুঁটিয়ারি শরিফ এলাকা থেকেও উদ্ধার হয় মাদক। এক মহিলা-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঘুঁটিয়ারি শরিফের বিভিন্ন এলাকায় পুলিশ হানা দেয়। বাঁশরা নবপল্লি এলাকা থেকে উদ্ধার হয় ১৫ গ্রাম হেরোইন ও ২৬ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা। এর তিনদিন আগে ক্যানিংয়ের জীবনতলা থেকেও উদ্ধার হয় লক্ষাধিক টাকার চরস ও গাঁজা।